স্কলারশিপ

Coal India Scholarship 2023: আবেদন চলছে কোল ইন্ডিয়া স্কলারশিপে। পাওয়া যাবে পড়াশোনার যাবতীয় খরচ। জানুন বিস্তারিত।

কেন্দ্রীয় সরকারের অধীনে (Under Central Government) থাকা Coal India Limited বা CIL এর তরফ থেকে দেওয়া হচ্ছে স্কলারশিপ(Scholarship)। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে চলতি বছরে Coal India Limited EWS Scholarship 2023 -এর আবেদনের জন্য একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশিত হয়েছে।

প্রধানত সমগ্র ভারতের মেধাবী কিন্তু গরীব (Brainy but Poor) ছাত্রছাত্রীদের জন্যই এই স্কলারশিপের আয়োজন করা হয়েছে (Coal India Scholarship 2023)। এই সংস্থার উদ্দেশ্য হলো এইসব মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা, স্বাধীনতা অর্জন এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করা। আবেদন প্রক্রিয়া সহ আরো বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি ভালো ভাবে পড়ুন।

আবশ্যিক যোগ্যতা:

  • i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের Mining, Electrical, Mechanical, Civil, Computer IT, Environment, Electronics and Telecommunication বা IIT, NIT এর Medical Department এর শিক্ষার্থী হতে হবে।
  • ii) প্রার্থীকে অবশ্যই দারিদ্র সীমার নিচে (BPL) থাকা জাতি হিসেবে অন্তর্ভুক্ত (Registered) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে ২৫ বছর।

স্কলারশিপ মারফত দেওয়া অর্থের পরিমাণ:

সংস্থাটির তরফে সেভাবে কোনো নির্দিষ্ট টাকার পরিমান জানানো না হলেও সূত্র মারফত জানা গেছে যে, পাঠরত পড়ুয়াদের সম্পূর্ণ কোর্স ফি (Entire Course Fee) প্রদান করবে সংস্থা।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে সম্পূর্ণ অফলাইনে(Offline)।
  • ii) একটি পরিষ্কার সাদা কাগজে আবেদন করতে হবে।
  • iii) আবেদনের জন্য জরুরি তথ্য যেমন প্রার্থীর বর্তমান বছরে পাঠরত থাকার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র, BPL তালিকাভুক্ত হওয়ার প্রমাণপত্র (Current Year of Learning, Birth Certificate, Identity Proof, BPL Registered Proof) ইত্যাদি কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:

Chief General Manager (Welfare),
Coal India Limited, Coal Bhawan, 10,
Netaji Subhash Road,
Kolkata – 700001,

অন্যান্য জরুরি তথ্য:

Phone Number – (033)-22488099
Fax Number – (033)-22313875/22135778

আবেদনের সময়সীমা:

ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ই এপ্রিল, ২০২৪ পর্যন্ত।

আরো বিস্তারিত জানতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker