সাংবাদিক হতে চান? মাত্র ৬ মাসের সার্টিফিকেট কোর্স করার সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়।
অনেকেরই সাংবাদিকতা (Journalism) পছন্দ পেশা হিসেবে। অনেকেই চান এই পেশার মাধ্যমে কোনো ঘটনার প্রকৃত সত্যি দর্শকদের কাছে তুলে ধরতে। এই পেশায় যুক্ত হতে গেলে প্রয়োজন প্রচুর সাহসের এবং দক্ষতার। আরো কী কী প্রয়োজন এই পেশা বেছে নিতে গেলে তার হদিস দিতেই এগিয়ে এলো কল্যাণী বিশ্ববিদ্যালয়(Kalyani University), তাদের স্বল্পমেয়াদী সাংবাদিকতার ওপরে সার্টিফিকেট কোর্স (Certificate Course) নিয়ে! সম্প্রতি এই বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের তরফ থেকে জারি হয়েছে বিজ্ঞপ্তি। জানুন বিস্তারিত।
কোর্সের নাম:
Certificate Course
কোর্সের মেয়াদ:
ছয়(৬) মাস
মোট আসন:
৯৫টি
কোন বিভাগ এই কোর্সটির আয়োজন করছে?
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ (Bengali Department of University) সাংবাদিকতার এই সার্টিফিকেট কোর্সটির (Certificate Course) আয়োজন করছে।
আবশ্যিক যোগ্যতা:
উচ্চমাধ্যমিক (Higher Secondary) বা সমতুল্য কোনো পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে।
কোর্সের মধ্যে কী কী ক্লাস করানো হবে?
সংশ্লিষ্ট বিষয়ে Theory এবং Practical, দুইই করানো হবে ক্লাসের মাধ্যমে।
ক্লাস মোড:
অনলাইন এবং অফলাইন(Online and Offline), দুইভাবেই করানো হবে ক্লাস।
কোর্সটির জন্য ক্লাস শুরু কবে থেকে?
আগামী সেপ্টেম্বর মাস থেকে কোর্সের ক্লাস শুরু হবে এবং চলবে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত।
কোর্সের আবেদন ফি:
কোর্সের আবেদন ফি ২০০০/- টাকা ধার্য্য হয়েছে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
- ii) ইচ্ছুক প্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেল আইডিতে (Email Id) নিজেদের যাবতীয় জরুরি তথ্য (Important Document) পাঠিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করার শেষ দিন:
আগামী ৩রা জুলাই।
এই বিষয়ে আরো বিশদে জানতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (Official Website) থেকে।
Important Links
Official Website: Click Here
-Written by Riya Ghosh