বিনামূল্যে অনলাইন কোর্স করাচ্ছে SBI! রয়েছে চাকরির সুযোগও, জানুন বিস্তারিত।
সবাই আমরা জানি যে আমাদের দেশের সবথেকে বড়ো সরকারি ব্যাঙ্ক (Government Bank) হলো State Bank of India বা SBI! এই ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন অনেকেরই থাকে কেননা মাসের শুরুতে মোটা মাইনে, ভবিষ্যতের নিশ্চয়তা এবং আরো অনেক সুযোগ সুবিধা; কে না চাইবে? ফি বছর অনেক ছেলেমেয়ে এখানে চাকরির জন্য প্রস্তুতি (Preparation) নেন তবে চাকরি জোটে হাতে গোনা কয়েকজনের।
তবে এবার এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে SBI Bank নিজেই। SBI শুরু করতে চলেছে বেশ কিছু Online Course এর যা সাহায্য করবে আপনার স্বপ্নের চাকরিটি পেতে। শুধুমাত্র দরকার অধ্যবসায় এবং মনোযোগ সহকারে পড়াশোনার। আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক এই বিষয়ে।
Table of Contents
SBI Online Course 2023:
অবাক হবার কিছু নেই। সত্যিই SBI এই সুযোগ আনতে চলেছে। ইতিমধ্যেই State Bank সময় এবং বাজার উপযোগী ক্ষুদ্রঋণ, গ্রাহক পরিষেবা, অর্থনৈতিক ব্যবস্থা, ক্রেডিট কার্ড ইত্যাদি নানান বিষয়ের উপর ৩০ টিরও বেশি কোর্স নিয়ে এসেছে। অবশ্যই কোর্সগুলো হবে Online Mode এ।
Course গুলি সম্পূর্ণ করার পরে আপনার যোগ্যতার প্রমাণ হিসেবে একটি Certificate দেবে SBI! পরবর্তীকালে ব্যাঙ্কের চাকরি হোক বা যেকোনো পরীক্ষা হোক, এই Certificate থাকলে আপনি অবশ্যই অগ্রাধিকার পাবেন। ব্যাঙ্কে একজন আধিকারিক হিসেবে অথবা Corporate দুনিয়ার কোনো সংস্থায় পেয়ে যেতে পাবেন উন্নত কোনো মোটা মাইনের চাকরি।
আবেদন প্রক্রিয়া:
i) সবার আগে আপনাকে যেতে হবে State Bank of India এর Official Website এ।
ii) সেখানে গিয়ে ‘Homepage’ এর নিচের দিকে Scroll করলেই বিভিন্ন কোর্সের নাম দেখতে পাবেন।
iii) এবারে আপনি যে কোর্সের জন্য ইচ্ছুক, সেই কোর্সের নামের অপর Click করে আপনাকে সমস্ত Instruction ভালো ভাবে পরে নিজের নাম Enlisted করতে হবে।
এতো গেলো আবেদনের কথা। এরপরে কী করতে হবে?
নাম নথিভুক্তির (Name Enlisted) পরে এবার আপনার কাছে কোর্স মেটেরিয়াল (Course Material) সহ সমস্ত কিছু চলে আসবে এবং অভিজ্ঞ Guide দের নির্দেশ মেনে আপনি কোর্স সফলভাবে শেষ করলেই পেয়ে যাবেন আপনার সাফল্যের প্রতীক হিসেবে একটি Certificate!
বিঃ দ্রঃ: কোর্সগুলো করার জন্য আপনার অবশ্যই একটি সচিত্র পরিচয়পত্র লাগবে। অর্থাৎ আপনার আধার বা ভোটার কার্ডটি (Aadhaar Card or Voter Card) অবশ্যই থাকতে হবে।
আর দেরি কেনো? তাড়াতাড়ি করে ফেলুন এই কোর্স যাতে পরে আপনার জন্য জীবনে ভালো সময় অপেক্ষা করে।
আরো বিস্তারিত তথ্যের জন্য State Bank of India এর Official Website টি দেখতে পারেন।
Important Links:
Official Website: Click Here
SBI Online Course: Click Here
-Written by Riya Ghosh