Business Ideas: এই গরমে মহিলাদের জন্য বাড়িতে বসেই ব্যবসার আইডিয়া। ঠিকভাবে করলে লাভ হবে প্রচুর।
আজকালকার যুগে মেয়েরাও নেই পিছিয়ে। সমস্ত মেয়েরাই চায় স্বনির্ভর (Independent) হতে এবং স্বনির্ভর হবার উদ্দেশ্যে বর্তমানে সবথেকে বহুল প্রচলিত জিনিসটি হলো ব্যবসা(Business)। কিন্তু সব মেয়ের বিশেষত বিবাহিত মহিলাদের পক্ষে সবসময় সম্ভব হয়না বাইরে গিয়ে উপার্জন করা।
তবে ব্যবসা করলেই তো হলোনা। কোন ব্যবসা ঠিকমতো উপার্জন এনে দেবে সেটিও ভাবা দরকার। এই গরমের সময়ে কোন ব্যবসা করলে ঠিকমতো উপার্জন (Earning) করা যাবে সেটিও সকলের জানা থাকেনা। তাই বিশেষ করে সেই মহিলাদের কথা চিন্তা করে আজ এনেছি কিছু বাড়ি বসে ব্যবসার উপায় (Business Ideas) যেগুলি করলে প্রচুর আয় সম্ভব।
আমাদের সবার বাড়িতেই আমাদের মা-কাকিমা-বৌদিরা আছেন যাঁরা সংসারের চাপে আর নিজের কেরিয়ার নিয়ে এগোতে পারেন না। সংসার সামলে সম্ভব হয়না তাদের পক্ষে অন্যকিছু করা। তাহলে তাঁরা কি থেমে যাবেন? অবশ্যই না। আজ এই প্রতিবেদন মারফত এমন কিছু পথ দেখাবো যে পথে এগোলে নিজের সংসার সামলেও আপনি হয়ে উঠবেন নিজের কেরিয়ারে সেরা। আসুন দেখি। (Business Ideas for Women in Summer)
১) ক্লাউড কিচেন/টেক-অ্যাওয়ে কাউন্টার(Cloud Kitchen/Take-away Counter):
কমবেশি সকলেই এখন রান্না জানেন। ছেলেমেয়ে উভয়েই এখন শখের বসে বা দরকারে রান্না করেন। এই ব্যবসাটি রান্নাকে কেন্দ্র করেই। বাড়িতে বসে সহজেই করতে পারবেন এই ব্যবসাটি। এই ক্লাউড কিচেন বা টেক-অ্যাওয়ে কাউন্টার আসলে কী? বিস্তারে বলি।
রান্না করতে হবে অর্থাৎ বিভিন্ন সহজলভ্য (Easily Available) রান্না যা এই গরমের সময় আরাম দেবে তার অর্ডার নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারের Breakfast,Lunch and Dinner) নানা পদ তৈরি করে সেগুলিকে ক্রেতাদের কাছে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন। আপনিও খুশি আর ক্রেতাও খুশি পছন্দমতো রান্না পেয়ে।
ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড়ো করে তুলুন এই ব্যবসা। এমনও হতে পারে যে ভবিষ্যতে একটি বড়ো রেস্তোরাঁ (Restaurant)খুলে ফেললেন।
২) জ্যুস কাউন্টার(Juice Counter):
গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জ্যুসের গ্লাসে চুমুক দিতে কে না ভালোবাসে বলুন তো? রান্নাবান্না করা সময়সাপেক্ষ আর সারাদিন রান্নাঘরে থেকে গরমের মধ্যে রান্না করতেও খুব কষ্ট হয়। সেই কারণে শুরু করতে পারেন ফলের রসের এই ব্যবসা।
এই গরমের মরশুমে এখন এই ব্যবসার মাধ্যমে ছাত্রী থেকে গৃহবধূ মহিলা, সকলেই ভাল মতো উপার্জন করতে পারবেন। আমের রস থেকে শুরু করে দইয়ের লস্যি -সবরকম পানীয়র ব্যবস্থা রাখতে পারেন। মানুষও খুশি হয়ে কিনবে ও আপনার উপার্জন বৃদ্ধি হবে।
৩) আইসক্রিম স্টোর(Ice-cream Store):
গরমের মধ্যে সবথেকে বেশি পছন্দের জিনিস কি? এককথায় সকলেই উত্তর দেবেন যে “আইসক্রিম”! এই আইসক্রিম নিয়েও আপনি শুরু করতে পারেন জনপ্রিয় ব্যবসা। আইসক্রিম যে এই গরমের সেরা পণ্য সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বাড়িতে তৈরি এই আইসক্রিম নিয়ে আপনি যদি আসেন তবে তা ক্রেতারা ভীষণ পছন্দ করবে।একবার নাহয় চেষ্টা করেই দেখুন।
৪) সোপ বুটিক(Soap Boutique):
ঘরে তৈরি বা হাতে তৈরি যেকোনো জিনিসই সকলের পছন্দের। ঠিক তেমনই বাড়িতে তৈরি সাবানের চাহিদাও এখন চূড়ান্ত। বানানো যায় খুব সহজেই। প্রণালীর জন্য ইউটিউব (Youtube) তো আছেই। গরমে তো স্নান করার চাহিদাও বাড়ে তাই বাড়িতে তৈরি এই সাবানও বিক্রি হবে রমরমিয়ে। এইভাবেই খুব সহজেই অনায়াসে তৈরি করে ফেলুন একটি সোপ বুটিক।
প্রতিটি ব্যবসাই ছোট থেকে আসতে আসতে বড়ো করুন। অভিজ্ঞতা (Experience) যত বাড়বে তত আপনার লাভ হবে এবং ধীরে ধীরে মুনাফাও বৃদ্ধি পাবে।