CPRI Recruitment: কেন্দ্রীয় সরকারের পাওয়ার রিসার্চ সেন্টারে বিভিন্ন পদে চাকরি, আবেদন চলছে
Central Power Research Institute অর্থাৎ CPRI-তে বিভিন্ন পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো রাজ্যের বাসিন্দা হলেই শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন। চাকরি হবে চুক্তিভিত্তিক অর্থাৎ প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সহ সমস্ত বিষয়ে জানতে হলে প্রতিবেদনটি ভালোভাবে পড়ুন।
পদের নাম:
Scientific Assistant
শূন্যপদ:
৪টি।
যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীর অবশ্যই রসায়ন বিদ্যাতে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি (First Class Bachelor Degree in Chemistry) থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট বিভাগে অন্তত ৫ বছরের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
বয়সসীমা:
সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন:
লেভেল ৬ অনুয়ায়ী ৩৫,৪০০ থেকে শুরু করে ১,১২,৪০০ টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি:
CBT এবং Practical Skill Test এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।
পদের নাম:
Engineering Officer Grade 1
শূন্যপদ:
৪০ টি।
যোগ্যতা:
i) এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের Electrical Engineering / Electrical & Electronics Engineering /Electronics & Communication Engineering / Mechanical Engineering /Civil Engineering এ ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি (First Class Bachelor Degree) থাকতে হবে।
ii) ২০২১/২০২২/২০২৩ সালের ভ্যালিড গেট স্কোর (Valid GATE Score) লাগবে।
বয়সসীমা:
সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন:
প্রার্থীদের ৪৪,৯০০ শুরু করে ১,৪২,৪০০ টাকা অবধি বেতন হিসেবে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
গেট স্কোরের উপর ভিত্তি করে এখানে নির্বাচন করা হবে প্রার্থীদের।
পদের নাম:
Enginnering Assistant
শূন্যপদ:
১৩টি।
যোগ্যতা:
i) এই পদে আবেদন করার জন্য Electrical, Civil, Mechanical এ ফার্স্ট ক্লাস ডিপ্লোমা (First Class Diploma) করে থাকতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে নুন্যতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা:
সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন:
লেভেল ৬ অনুয়ায়ী ৩৫,৪০০ থেকে শুরু করে ১,১২,৪০০ অবধি টাকা বেতন দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি:
i) CBT এবং Practical Skill Test এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
পদের নাম:
Technician Grade 1
শূন্যপদ:
২৪টি।
যোগ্যতা:
প্রার্থীর অবশ্যই Electrical এ ITI Trade Certificate থাকতে হবে।
বয়সসীমা:
সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন:
লেভেল ২ অনুয়ায়ী ১৯,৯০০ থেকে শুরু করে ৬৩,২০০ অবধি টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি:
CBT এবং Trade Test এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
পদের নাম:
Assistant Grade II
শূন্যপদ:
১৮টি।
যোগ্যতা:
ইচ্ছুক প্রার্থীর গ্র্যাজুয়েট (Graduate) হবার পাশাপাশি NIELIT থেকে BCC তে গ্রেড B সার্টিফিকেট (Certificate) থাকতে হবে।
বয়সসীমা:
সর্বোচ্চ ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন:
লেভেল 4 অনুযায়ী ২৫,৫০০ থেকে শুরু করে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি:
CBT এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন প্রক্রিয়া হবে অনলাইন পদ্ধতিতে।
ii) আবেদন করার জন্য www.cpri.res.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
iii) পূরণ করার পরে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আবেদন মূল্য।
আবেদনপত্র পূরণ করার নিয়ম:
i) আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন (Registration) করতে হবে।
ii) রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম (Application Form) ফিল আপ করুন।
iii) সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন মূল্য:
i) কেবলমাত্র জেনারেল ক্যাট্যাগরির (General Category) পুরুষদের আবেদন মূল্য বাবদ Engineering Officer Gr.1, Scientific Assistant, Engineering Assistant পদের জন্য 1000 টাকা এবং Technician Gr.1, Assistant Gr. II এর জন্য 500 টাকা করে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
১৪ই এপ্রিল, ২০২৩ অবধি আবেদন করা যাবে।
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
Apply Now: Click Here
-Written by Riya Ghosh