সারা দেশের সরকারি প্রকল্পের বহু অর্থ খরচ হয় বিভিন্ন পঞ্চায়েতের (Panchayet) মাধ্যমে তবে বিভিন্ন পঞ্চায়েতে টাকা সংক্রান্ত দুর্নীতি হবার খবর সামনে আসার জন্য বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার(Central Government)।
পঞ্চায়েতের দুর্নীতি আটকানোর জন্য নতুন পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এবার থেকে পঞ্চায়েতের সমস্ত লেনদেন বাধ্যতামূলকভাবে ডিজিটাল(Digital) মাধ্যমের সাহায্যে করতে হবে। আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু করা হবে আগামী 15 ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন থেকে। কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের তরফ থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশিকা সংক্রান্ত চিঠি পাঠানো শুরু হয়েছে।
এতদিন পর্যন্ত পঞ্চায়েতের যে কোন কাজে লেনদেন(Transaction) হত নগদে। তবে এবার থেকে পঞ্চায়েতের কোন কাজে নগদের মাধ্যমে লেনদেন হবে না। এবার থেকে ডিজিটাল পদ্ধতি ইউপিআই(UPI) ব্যবস্থার মাধ্যমে পঞ্চায়েতের সমস্ত লেনদেন করা হবে। বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে এবং রাজ্যগুলিতে কেন্দ্র সরকারের তরফ থেকে পাঠানো নির্দেশিকাতে বলা হয়েছে যে, সাংসদ, বিধায়ক বা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ইউপিআই নির্ভর লেনদেন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে শুরু করতে হবে।
দেশের বেশিরভাগ পঞ্চায়েতে নগদের মাধ্যমে বহু প্রকল্পের টাকা খরচ করা হয়। নগদের মাধ্যমে লেনদেন হওয়ার জন্য দুর্নীতির সম্ভাবনাও থাকে। তাছাড়া বিভিন্ন পঞ্চায়েত থেকে অনেক টাকা দুর্নীতির হবার অভিযোগ সামনে এসেছে। এবার সেই সমস্ত সুযোগ সম্পূর্ণরূপে বন্ধ করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে যে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন হলে দুর্নীতি কতটা আটকানো যাবে, বা এই পদ্ধতি কতটা বাস্তব সম্মত হবে? তাছাড়া বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল, যেখানে ইন্টারনেট পরিষেবা নেই, সেখানে অনলাইনের মাধ্যমে লেনদেন কিভাবে সম্ভব হবে সেটা নিয়েও রয়েছে প্রশ্ন।
কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে সরকারি প্রকল্পের টাকাগুলি পঞ্চায়েতে পাঠানো হবে অনলাইনের মাধ্যমে এবং সেই টাকা খরচও করতে হবে অনলাইনের মাধ্যমে। পঞ্চায়েতে নগদ অর্থ আসা যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দুর্নীতির মাত্রা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।