FD Interest Rate: বিনিয়োগ করুন বুঝেশুনে, জানুন সেরা পাঁচটি ব্যাংকের ফিক্সড ডিপোজটে সুদের হার।
ক্রমশ রেপো রেট বৃদ্ধি করে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। গত এক বছর ধরে ক্রমাগত বেড়ে চলেছে রেপো রেট। আর এই রেপো রেট বৃদ্ধি প্রভাব ফেলছে ফিক্স ডিপোজিটে। কিছুদিন পরপরই বিভিন্ন ব্যাংক গুলির পক্ষ থেকে ফিক্সড ডিপোজিট(FD) এর ওপর সুদের হার (FD Interest Rate) বৃদ্ধি করা হচ্ছে। তাছাড়া নিয়মিত এবং প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) সুদের হার আরো আকর্ষণীয় করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলি।
এজন্য কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই সুদের হার, সুদের মেয়াদ ইত্যাদি বিষয় সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপররেই টাকা বিনিয়োগ করবেন। এছাড়া বাইরের কোন কথাতে প্ররোচিত না হয়ে ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হার চেক করে নেবেন।
Table of Contents
বন্ধন ব্যাঙ্ক:
বন্ধন ব্যাঙ্কে (Bandhan Bank Fixed Deposit Interest Rate 2023) এক বছরের ফিক্সড ডিপোজিট এ সুদের হার ৭.২৫ শতাংশ। ৬০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮ শতাংশ ৷ ২, তিন বছরের ক্ষেত্রে সুদের হার ৭.২৫ শতাংশ ৷
এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেওয়া হবে।
RBL ব্যাঙ্ক:
RBL ব্যাঙ্কে (RBL Bank Fixed Deposit Interest Rate 2023) এক বছরের ফিক্সড ডিপোজিট এ সুদের হার ৭ শতাংশ। ৭২৫ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৮০ শতাংশ ৷
এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেওয়া হবে।
AXIS ব্যাঙ্ক:
অ্যাক্সিস ব্যাঙ্কে (Axis Bank Fixed Deposit Interest Rate 2023) এক বছরের ফিক্সড ডিপোজিট এ সুদের হার ৬.৭৫ শতাংশ। দুই বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.২৬ শতাংশ ৷ তিন বছরের ক্ষেত্রে সুদের হার ৭ শতাংশ ৷
এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে।
DCB ব্যাঙ্ক:
DCB ব্যাঙ্কে (DCB Bank Fixed Deposit Interest Rate 2023) এক বছরের ফিক্সড ডিপোজিট এ সুদের হার ৭.২৫ শতাংশ। দুই বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৮ শতাংশ ৷ তিন বছরের ক্ষেত্রে সুদের হার ৭.৬ শতাংশ ৷
এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেওয়া হবে।
IDFC ব্যাঙ্ক:
IDFC ব্যাঙ্কে (IDFC Bank Fixed Deposit Interest Rate 2023) এক বছরের ফিক্সড ডিপোজিট এ সুদের হার ৭.২৫ শতাংশ ৷ তিন বছরের ক্ষেত্রে সুদের হার ৭.৭৫ শতাংশ ৷
এছাড়া প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেওয়া হবে।