Aadhaar Pan Link: গৃহবধূ, ছাত্রছাত্রীদেরও কি করতে হবে প্যান-আধার লিঙ্ক? জেনে নিন বিস্তারিত
ভারতীয় আয়কর দপ্তরের (Indian Income Tax Department) পক্ষ থেকে প্যান কার্ড গ্রাহকদের বলা হয়েছে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (Aadhaar Pan Link) করানোর জন্য। বহুদিন ধরেই আয়কর দপ্তরের পক্ষ থেকে লিংক করানোর কথা বলা হচ্ছে, তবে বেশিরভাগ গ্রাহক এই বিজ্ঞপ্তিতে কর্ণপাত করেনি। অবশেষে আয়কর দপ্তরের পক্ষ থেকে এক হাজার টাকা পেনাল্টি সহ লিংকিং এর কথা বলা হয়েছে। এছাড়াও আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার অন্তিম তারিখ বেঁধে থাকা হয়েছে 31 মার্চ, 2023 তারিখ পর্যন্ত।
আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে অনেকের মধ্যেই এক প্রকার দ্বিধা তৈরি হয়েছে এবং প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মধ্যে। ছাত্র-ছাত্রীদের, গৃহবধূদের এবং প্রবীণ নাগরিক যারা কোন রকম ইনকাম করেন না তাদেরও কি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক?
সাধারণত কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের যদি কর যোগ্য আয় থাকে, তখনই তাদের প্যান কার্ডের প্রয়োজন হয়। এই হিসাবে ভাবতে গেলে যাদের ইনকাম বলতে কিছুই নেই তাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার প্রয়োজন নেই। এই তালিকায় রয়েছে ছাত্র-ছাত্রীরা গৃহবধুরা এবং প্রবীর নাগরিকেরা। এদের যেহেতু কর যোগ্য আয় নেই, তাই প্যান কার্ডের তেমন প্রয়োজন নেই।
তবে বর্তমানে প্রয়োজন না হলেও কোন না কোন সময় গিয়ে প্যান কার্ডের প্রয়োজন পড়তে পারে সকলেরই। নতুন ব্যাংক একাউন্ট খুলতে গেলে, কোথাও টাকা বিনিয়োগ করতে গেলে, আর্থিক লেনদেন করতে গেলেই প্যান কার্ডের দরকার পড়বে। তখন সেই ব্যক্তির কোন আয়ের উৎস থাকুক বা না থাকুক, প্যান কার্ড প্রয়োজন পড়বেই।
বর্তমানে যাদের প্যান কার্ড আছে, তারা যদি ৩১শে মার্চ তারিখের মধ্যে নিজেদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম কাজে সমস্যার মুখে পড়তে হবে তাদেরকে।
বিভিন্ন ব্যক্তি একাধিক প্যান কার্ড ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে তারা ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন জমি কেনা বেচার ক্ষেত্রে দুর্নীতি করেন। এছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রেও অনেক রকম অসঙ্গতি দেখা যায়। এই সমস্ত বিষয় নিজেদের নখদর্পণে রাখার জন্য আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার(Indian Government)। আপনারা যদি এখনো আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে অবশ্যই আগামী 31 march, 2023 তারিখের মধ্যে ১০০০ টাকা জরিমানা দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিন।
Written By: তন্ময় দেবনাথ