মোটিভেশন

ডাক্তারির পেশা ছেড়ে UPSC-তে বাজিমাত, জানুন আইএএস অংশু প্রিয়ার সফলতার কাহিনী।

প্রত্যেকেই জীবনে সফল হবার স্বপ্ন দেখেন। জীবনের সফল হওয়ার জন্য চাই অদম্য ইচ্ছা শক্তি এবং পরিশ্রম। শুধুমাত্র চ্যালেঞ্জ নিতে ভয় পাওয়ার কারণে অনেকেই তাদের সাফল্যের মুখ দেখতে পান না। অনেকে তাদের সাফল্যে পৌঁছানোর জন্য দিনরাত পরিশ্রম করেন, তবেই সাফল্যের দেখা মেলে। এমনই একজনের নাম হল অংশু প্রিয়া (IAS Anshu Priya)। বর্তমানে তিনি একজন সফল IAS অফিসার। ডাক্তারির ডিগ্রী অর্জন করার পরেও ডাক্তারির পেশা ছেড়ে UPSC-তে বাজিমাত, বর্তমানে তিনি একজন আইএএস অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

অংশু প্রিয়ার বাড়ি বিহারের মুঙ্গের জেলায়। ছোটবেলা থেকেই তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন। পরিবারগত দিক থেকেও তিনি একজন শিক্ষিত পরিবারের সন্তান। তার বাবা ছিলেন একজন প্রফেসর এবং দাদু ও ঠাকুমা উভয়েই ছিলেন শিক্ষকতার সাথে যুক্ত। বিহারের নটরডেম একাডেমী স্কুল থেকে তিনি পড়াশোনা শুরু করেন। পরবর্তীকালে তিনি ঠিক করেন যে, তিনি ডাক্তারি নিয়ে পড়বেন। পাটনা থেকে ব্যাচেলার অফ মেডিসিন এবং ব্যাচেলার অফ সার্জারি ডিগ্রী অর্জন করেন তিনি। এরপর তিনি তার ডাক্তারি জীবনে যোগদান করেন। বেশকিছু হসপিটালে এবং স্বাস্থ্য কেন্দ্রে তিনি ডাক্তারি করেছেন। ডাক্তারি করাকালীন তিনি স্বপ্ন দেখতেন একজন আইএএস অফিসার(IAS Officer)হওয়ার।

ভারতের কঠিনতম পরীক্ষাগুলির মধ্যে অন্যতম একটি পরীক্ষা হল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা(UPSC Civil Service Exam) । প্রত্যেক বছর দেশের কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন তবে সাফল্যের মুখ দেখেন হাতে গোনা কয়েকজন। পরবর্তীকালে তাদের সফলতার কাহিনী (Success Story of IAS Officers) যুবসমাজের কাছে এবং ইউপিএসসি পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা(IAS Officers Inspirational Story) হিসেবে কাজ করে বিহারের অংশু প্রিয়ারও ইচ্ছা ছিল ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ডাক্তারি করতে করতেই তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন(IAS Officer Anshu Priya Inspirational Story)।

২০১৯ সালে তিনি প্রথমবার UPSC Civil Service Exam পরীক্ষায় বসেন। সেই বছর প্রিলিমিনারি পরীক্ষায়(UPSC Preliminary Exam) তিনি উত্তীর্ণ হতে পারেননি। দ্বিতীয়বারের পরীক্ষাতেও তিনি অকৃতকার্য হন। ২০২১ সালে তৃতীয়বারের জন্য তিনি পুনরায় সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। তবে এ বছর তিনি আর অকৃতকার্য হননি। সারা দেশের মধ্যে ১৬ তম স্থান করে তিনি তার সাফল্যের(IAS Anshu Priya Success Story) মুখ দেখেন।

বিহারের অংশ প্রিয়ার সফলতার কাহিনী বর্তমানে যুবসমাজের কাছে অনুপ্রেরণা। জীবনের লক্ষ্য ঠিক থাকলে এবং চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহস থাকলে যে কোন রকম বাধা পার করা যায়, তা তিনি প্রমাণ করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker