মোটিভেশন

স্কুলে মিড-ডে মিল রাঁধেন মা! তবুও দরিদ্রতাকে জয় করে পিতৃহীন ছেলে আজ IAS অফিসার। জানুন সেই কাহিনী।

অদম্য চেষ্টা আর জেদ থাকলে যে একজন মানুষ সবকিছু পারে তার প্রমাণ পাওয়া গেলো আবারও। যখন কোনও মানুষ কোনো কাজ পূর্ণ নিষ্ঠার সাথে করে, তখন সাফল্য অবশ্যই তার দরজায় এসে ধাক্কা মারে। ডোংরে রেভাইয়াহা (Dongre Revaiah) হলো তার চাক্ষুষ প্রমাণ।

ছোটো থেকে পিতৃহীন ডোংরে (Dongre) অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। দুবেলা দুমুঠো ভাতের জোগাড়ের জন্য মা করতেন মিড-ডে মিলের (Mid day Meal) রান্নার কাজ। দারিদ্রতা ছিলো নিত্যসঙ্গী। সেই বাড়ির ছেলে আজ IAS Officer হতে সকলকে গর্বিত করার সাথে সাথে উদ্বুদ্ধ করেছেন নতুন প্রজন্মকে। আসুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। যা গল্প হলেও সত্যি।

ডোংরে রেভাইয়ার (Dongre Revaiah) সংসার বলতে শুধু মা আর তিনি নিজে। বাবা মারা যাওয়ার পর দু মুঠো অন্ন জোগাড় করতে তাঁর মা অন্নসংস্থানের জন্য কাজ নেন তেলেঙ্গানার এক সরকারি স্কুলে(Government School of Telengana)। কোনরকমে জুটে যেত খাবার। কিন্তু কোনও প্রতিবন্ধকতাই তাঁর জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে নি।

ডোংরের পড়াশোনা:
i) প্রথমে তিনি IIT প্রবেশিকায় (Admission Test) উত্তীর্ণ হন এবং ভর্তি হন IIT Madras এ। তবে ইঞ্জিনিয়ারিং (Engineering) পাশ করার পরেও তার জীবনের সংগ্রাম কখনো থেমে ছিলো না।
ii) এরপর বসেন GATE পরীক্ষায়। সেখানে সফল হন এবং হায়দ্রাবাদে (Hyderabad) চলে যান মোটা অঙ্কের চাকরি নিয়ে।

এখানেই শেষ নয়। বরং এখানেই শুরু হয় তার আসল সফর।
এরপর তেলেঙ্গানার এক ছোট্ট শহরের দরিদ্র পরিবারের সন্তান ডোংরে স্বপ্ন দেখেন IAS অফিসার হওয়ার। সেইমত রাত দিন শুরু করেন পরিশ্রম।

২০২২ সালে UPSC Civil Service এর পরীক্ষায় বসেন তিনি। পরীক্ষায় ৪১০ Rank পেয়ে সফলতা অর্জন করেন তিনি। এরপর এখন IAS Officer হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন ডোংরে রেভাইয়া(Dongre Revaiah)।

ডোংরে রেভাইয়া (Dongre Revaiah) হলো সকলের আদর্শ। কিভাবে সকল প্রতিকূলতাকে দুর করে অগ্রসর হয়ে সাফল্যের শিখরে পৌঁছনো যায় তা আমাদের শিক্ষা দেন এই যুবক।

-Written by Riya Ghosh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker