ICSE ও CBSE-তে নয়া নিয়ম, এবার থেকে উচ্চমাধ্যমিক স্তরে বছরে দু’বার পরীক্ষা, জানুন বিস্তারিত।
ICSE এবং CBSE হলো একাদশ এবং দ্বাদশ শ্রেণির (11th and 12th Class) কেন্দ্রীয় সরকারের বোর্ড। সম্প্রতি মোদি সরকারের সিদ্ধান্তে পাঠক্রমে বেশ কিছু বদল আনা হলো এই দুটি বোর্ডে। কী বদল আনা হলো? নয়া কোন সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে? আসুন বিশদে জেনে নেওয়া যাক।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নয়া নির্দেশিকা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, CBSE এবং ICSE -এই দুটি বোর্ডের পরীক্ষা এবার থেকে বছরে দু’বার হবে। বদল করা হয়েছে আরো কিছু নিয়ম। সূত্রের খবর যে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অনুসরণ করে তৈরি জাতীয় পাঠক্রম পরিকাঠামো বা National Curriculum Framework অর্থাৎ NCF এর নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী আরো জানা গেছে যে, CBSE এবং ICSE বোর্ডের পরীক্ষার্থীদের বছরে দুবারের এই পরীক্ষার মধ্যে যে পরীক্ষাটিতে পরীক্ষার্থী বেশি নম্বর পাবে, সেটির নম্বর অনুযায়ী তাকে শংসাপত্র (Certificate) দেওয়া হবে। এবার থেকে একাদশ-দ্বাদশের পড়ুয়াদের (Students of 11th and 12th Class) ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে দুটি ভাষায় পঠন পাঠন অর্থাৎ অন্তত একটি ভারতীয় ভাষা তাদের পড়তেই হবে। আগামী বছরের শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪ সাল থেকেই এই নয়া সিদ্ধান্তে (New Decision) সমস্ত কার্যক্রম হতে চলেছে বলেই জানা গেছে।
একটি সূত্রের খবর যে, NCF এর মতে বলা হয়েছিল যে বছরে দু’বার পরীক্ষা হলে পড়ুয়াদের প্রস্তুতি ভাল হবে। এই প্রসঙ্গে বলে রাখি যে ২০২২ সালে একাদশ-দ্বাদশের পাঠক্রম (Syllabus of 11th and 12th Class) সংক্রান্ত সমীক্ষা চালানো হয়েছিল জাতীয় এবং রাজ্যস্তরে। NCF এর তরফে সেই সমীক্ষার ফল অনুসারেই পর্যালোচনা করা হয়েছিল।
এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল, শিক্ষার্থীদের মুখস্থ-নির্ভরতার পরিবর্তে পরীক্ষা ব্যবস্থায় উপলব্ধি এবং দক্ষতা অর্জনকে প্রাধান্য দেওয়া। এই লক্ষ্যেই কলা এবং বিজ্ঞান বিভাগের (Arts and Science Department) পড়ুয়াদের ইচ্ছা মতো বিষয় বেছে নেওয়ার স্বাধীনতাও দেওয়া হয়েছে নয়া নির্দেশিকা।
-Written by Riya Ghosh