যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
আপনি যদি জিওলজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকেন, তাহলে কাজের সুযোগ রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়েই কাজের জন্য নিয়োগ করা হবে(Jadavpur University Job)। বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগে গবেষণার জন্য নিয়োগ করা হবে প্রার্থীকে।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই JU Junior Research Fellow Recruitment 2023 এ শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
JU Recruitment 2023 এর নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
Table of Contents
পদের নাম-
জুনিয়র রিসার্চ ফেলো।
প্রকল্পের নাম-
স্টাডি অন ইনসিপিয়েন্ট মোশন অ্যান্ড ডাউনস্ট্রিম সর্টিং প্রসেস অফ সিল্ট-স্যান্ড-গ্র্যাভেল মিক্সড স্লোপিং বেড—অ্যান এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ।
বেতন-
প্রথম এক বছর মাসিক ৩১,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। পরে ফেলোশিপের পরিমাণ বেড়ে মাসিক ৩৫,০০০ টাকা হবে। বাড়িভাড়া বাবদ ভাতাও মিলবে।
আবেদন শেষ-
20/09/2023
বয়সসীমা-
প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা-
জিওলজি/ ফিজিক্স/ অ্যাপ্লায়েড জিওলজি/ আর্থ সায়েন্সে এমএসসিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে।
জিওলজিক্যাল সায়েন্স/ জিওলজি/ ফিজিক্স বিষয়গুলি অনার্স/ মেজর সাবজেক্ট হিসাবে থাকতে হবে স্নাতক স্তরে।
CSIR নেট বা গেট পাশের সার্টিফিকেট থাকতে হবে।
হাইড্রোজিওলজি, সেডিমেন্টোলজি বা জিওফিজিক্সে স্পেশালাইজেশন থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন মূল্য-
৫০ টাকা দিতে আবেদনের ফরম্যাট ডাউনলোড করতে হবে সংশ্লিষ্ট লিংক থেকে।
নিয়োগ প্রক্রিয়া-
ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। ইমেলের মাধ্যমে ইন্টারভিউ এর সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি-
আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট মেল এড্রেসে পাঠাতে হবে।
Official Website: Click Here