চাকরির-খবর

মাসিক বেতন ২৪,০০০ টাকা! রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরি, বিস্তারিত জানুন।

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হলো বিজ্ঞপ্তি। সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের (Swastha Mission) অধীনে এই কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল Kolkata City NUHM Society! ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

Employment No:

04/Kolkata City NUHM Society/ 2023-24

পদের নাম:

Medical Officer

মোট শূন্যপদ:

৫৯ টি।

শিক্ষাগত যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Medical Council of India স্বীকৃত যেকোনো সংস্থান থেকে MBBS অথবা সমতুল্য ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
ii) এর সাথেই চাকরিপ্রার্থীর ন্যূনতম এক বছরের Internship এর অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

২৪,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি:

i) শুধুমাত্র অফলাইনের (Offline) মাধ্যমে করা যাবে আবেদন।
ii) আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে Kolkata Municipal Corporation এর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে থাকা লিঙ্ক থেকে আবেদনপত্রটি (Application Form) ডাউনলোড করে প্রিন্ট আউট (Download and Print Out) বের করে নিতে হবে।
iii) এবার আবেদনপত্রে নিজের সমস্ত জরুরি তথ্য দিয়ে যেমন নিজের নাম, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Candidates Name, Educational Qualification, Date of Birth Certificate) ইত্যাদি দিয়ে পূরণ করতে হবে।
iv) আবেদনপত্রটি পূরণ করা হলে সমস্ত তথ্যের Original এবং Xerox Copy সহ একসাথে যুক্ত করে ইন্টারভিউয়ের স্থানে (The Place of Interview) ঠিক সময়ে পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান:

Room No. 254,
2nd Floor, PMU,
Kolkata City NUHM Society,
5, S.N.Banerjee Road,
Kolkata-700013

প্রয়োজনীয় কাগজপত্র:

i) বয়সের প্রমাণপত্র(Age Certificate)
ii) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র(Educational Qualification Proof)
iii) ইন্টার্নশিপের প্রমাণপত্র(Internship Proof)
iv) জাতি শংসাপত্র(Caste Certificate, if Available)
v) সচিত্র পরিচয়পত্র(Identification Card)
vi) ঠিকানার প্রমাণপত্র(Address Proof)

ইন্টারভিউয়ের তারিখ ও সময়:

আগামী ৪ আগস্ট, ঠিক সকাল ১১ টা ৩০ মিনিট থেকে ১২ টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে।

আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker