MBBS-এ বিষয় সংখ্যা ২৪ থেকে কমে ২১, পাঠ্যসূচি বদল করলো ন্যাশনাল মেডিকেল কমিশন।
ডাক্তারি পড়াশোনার পাঠক্রমে আসছে বড় বদল। সম্প্রতি জাতীয় মেডিকেল কমিশন(National Medical Commission) এমবিবিএস কোর্সের পাঠ্যসূচি বদলে ফেলার ঘোষণা করল(MBBS Curriculum Change)। মোট বিষয় সংখ্যা কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি বিষয় কে নতুনভাবে সাজানো হয়েছে। নতুন একটি নিয়ম চালু করা হয়েছে এমবিবিএস কোর্স (MBBS Course) সম্পন্ন করা নিয়ে। MBBS-এ বিষয় সংখ্যা ২৪ থেকে কমে ২১, পাঠ্যসূচি বদল করলো ন্যাশনাল মেডিকেল কমিশন।
যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার থেকে এমবিবিএস পড়বেন তাদের ২৪টি বিষয়ের পরিবর্তে ২১ টি বিষয় পড়তে হবে। যে তিনটি বিষয় বাদ হয়েছে সেই তিনটি বিষয় হলো ইমার্জেন্সি মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাব এবং টিবি ও চেস্ট। তবে এই বিষয়গুলি সম্পূর্ণ বাদ দেওয়া হয়নি কারণ এই বিষয়গুলি অন্যান্য বিষয়ের সঙ্গে মিশে যাবে। এমারজেন্সি মেডিসিন ও টিবি এবং চেস্ট মিশে যাবে জেনারেল মেডিসিন(General Medicine) বিষয়ের মধ্যে। অর্থোপেডিক এর সাথে জুড়ে যাবে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাব বিষয়টি।
এমবিবিএস কোর্সের সময়সূচি নিয়েও কিছু নতুন নিয়ম আনা হয়েছে। বলা হয়েছে গোটা এমবিবিএস কোর্স শেষ করতে সর্বাধিক ১০ বছর সময় নেওয়া যাবে। প্রথম বর্ষ থেকে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় বর্ষে যেতে সর্বোচ্চ চার বছর সময় নেয়া যাবে। সময়সীমা(MBBS Course Duration) লংঘন করলে পড়ুয়ারা আর মেডিকেল পড়ার যোগ্য থাকবে না।
২০২০ ব্যাচের এমবিবিএস ফাইনাল বর্ষের পড়ুয়াদের ন্যাশনাল EXIT টেস্টের যাত্রা শুরু হতে পারে আগামী ২০২৫ সালের আগস্ট মাসে। ন্যাশনাল মেডিকেল কমিশন(NMC) কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছিল নেট পিজি পরীক্ষার বদলে ন্যাশনাল এক্সিট টেস্ট বা NEXT পরীক্ষা আয়োজিত করার।
অর্থাৎ ২০২০ সালের ব্যাচকেই প্রথম নেক্সট পরীক্ষায়(NEXT Exam) বসতে হবে। অনেকের মনে দ্বন্দ্ব ছিল যে ২০১৯ সালের এমবিবিএস পরীক্ষার্থীদেরই প্রথম নেক্সট পরীক্ষায় বসতে হবে। তবে ন্যাশনাল মেডিকেল কমিশন এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে। নেক্সট পরীক্ষার মাধ্যমেই ডাক্তারি পড়ুয়ারা পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হতে পারবেন। এই পরীক্ষার পরই ডাক্তারি সার্টিফিকেট মিলবে পড়ুয়াদের।