National Jute Board Recruitment: ন্যাশনাল জুট বোর্ডে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে।
যাঁরা চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর নিয়ে এলো ন্যাশনাল জুট বোর্ড! এই সরকারি সংস্থায় আবেদন চলছে। কেন্দ্রীয় বস্ত্রবয়ন মন্ত্রকের অধীনস্থ এই সংস্থাটি। সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে ওয়েবসাইটের (Website) মাধ্যমে। যদিও চাকরি হবে চুক্তিভিত্তিক। বাকি সমস্ত তথ্য অর্থাৎ আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে জানানো হলো এই প্রতিবেদনের মাধ্যমে। পুরোটা পড়ুন। (National Jute Board Recruitment)
পদের নাম:
Young Professional
বিভাগের নাম:
নিয়োগ হবে মোট তিনটি বিভাগে। সেগুলি হলো:
১) Market Promotion and Scheme Implementation
২) Finance and Administration
৩) Technical
শূন্যপদের সংখ্যা:
১০টি।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
মাসিক বেতন ৬০,০০০/- টাকা।
যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীর Administration বিভাগে Young Professional পদের জন্য যেকোনো UGC/AICTE স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Human Resource -এ MBA/LLM অথবা সমান মানের কোনো ডিগ্রি থাকতে হবে।
প্রথমত নিয়োগ হবে এক বছরের জন্য। পরে এই সময়সীমা আরো দুই বছর বৃদ্ধি পেতে পারে।
নিয়োগ স্থান:
কলকাতা এবং দিল্লি।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) ইচ্ছুক প্রার্থীকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে বিজ্ঞপ্তিতে (Notification) দেওয়া format অনুযায়ী পূরণ করতে হবে।
iii) পূরণ হলে সমস্ত জরুরি নথি (Important Document) পাঠিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
৭ই জুন, ২০২৩ সাল।
আরো বিশদে জানতে চাইলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে চেক করুন।
Important Links
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh