Homeচাকরির-খবর

কলকাতা পুলিশে নিয়োগ হবে রূপান্তরকামীদের, প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ঘোষণা করেছিলেন রাজ্যের কলকাতা পুলিশে নিয়োগ(Kolkata Police Recruitment) করা হবে। সেই মতই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড(West Bengal Police Recruitment Board) এর পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে। শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া(KP SI Recruitment)। বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশে রূপান্তরকামী(Transgender) সম্প্রদায়ের মানুষদের আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।

সম্প্রতি কলকাতা পুলিশে সশস্ত্র সাব-ইন্সপেক্টর, নিরস্ত্র সাব-ইন্সপেক্টর, মহিলা সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের(PRB) পক্ষ থেকে। মোট ৩০৯ টি পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। এই শূন্যপদগুলির মধ্যে সাব-ইন্সপেক্টর আন আর্মড ফোর্স এর জন্য রূপান্তরকামী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন কলকাতা পুলিশে(Kolkata Police)। নিরস্ত্র সাব-ইন্সপেক্টর পোস্টে মোট শূন্য পদ রয়েছে ২১২ টি। এখানেই আবেদন জানাতে পারবেন রূপান্তরকামীরা।

২০১৯ সালের ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী, পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের যে সংখ্যক আসন সংরক্ষিত রয়েছে, তার এক শতাংশ পদ রূপান্তরকামী প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে বলে নির্ধারণ করা হয়। শারীরিক সক্ষমতার মাপকাঠিও পুরুষ এবং মহিলাদের থেকে আলাদা হবে রূপান্তরকামীদের। রূপান্তরকামীদের মানদন্ড পুরুষদের থেকে কম হবে এবং মহিলাদের থেকে বেশি হবে।

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই পদক্ষেপে ইতিমধ্যেই জোর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হয়েছে এই পদক্ষেপের। রাজ্যের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ও (Manabi Bandopaddhaay) কলকাতা পুলিশে রূপান্তরকামীদের নিয়োগ প্রক্রিয়ার(KP Transgender Recruitment) বিষয়টিকে প্রশংসা করেছেন।

মানবী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই যে ব্যাপারটা শুরু হয়েছে এটা খুবই ভালো কথা। সরকারের ইচ্ছা থাকলেও হয়তো সরকার রূপান্তরকামী মানুষদের জন্য তেমন কিছু করতে পারে না। তবে সরকারি চাকরিতে রূপান্তরকামীদের আবেদনের সুযোগ দেওয়ার জন্য অবশ্যই সাধুবাদ জানান তিনি সরকারকে। রাজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা অধ্যক্ষ তিনি। দীর্ঘ ৩০ বছর কর্মক্ষেত্রে তিনিও অনেক বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। শিক্ষাক্ষেত্রে শিক্ষিত হয়েও তিনি তার কর্মজীবনে যে পরিমাণ অপমান, যন্ত্রণা সহ্য করেছেন তা তার পক্ষে একসাথে ব্যক্ত করা সম্ভব নয়। এই কারণে হবু রূপান্তরকামী পুলিশ কর্মীদের নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। কর্মক্ষেত্রে এই সমস্ত রূপান্তরকামী পুলিশকর্মীদের যাতে Ragging এর শিকার না হতে হয়, সে বিষয়েও তিনি বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker