টাকা-পয়সা

Public Provident Fund: আপনি কি PPF হোল্ডার? তাহলে ৩১শে মার্চের আগে করুন এই কাজ।

আপনি যদি PPF অর্থাৎ Public Provident Fund এর হোল্ডার হয়ে থাকেন তাহলে ৩১শে মার্চের আগে আপনাকে অবশ্যই নূন্যতম বিনিয়োগ (Investment) করতে হবে আপনার পিপিএফ অ্যাকাউন্টে(PPF Account)! তা না করলে পড়বেন বিপদে।জানুন বিশদে এই প্রতিবেদনের (Article) মাধ্যমে!

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের হোল্ডার (Public Provident Fund Holder) অর্থাৎ প্রতি অ্যাকাউন্টারের অধিকারীকে এক বছরে পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ (Investment) করার অনুমতি দেওয়া হয়। আয়করের (Income Tax) ধারার নীতি অনুযায়ী আয়করের হাত থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় এই অ্যাকাউন্টের মাধ্যমে। তাই যদি আপনি এই অ্যাকাউন্টে একটি টাকাও বিনিয়োগ করে না থাকেন তাহলে ৩১শে মার্চের মধ্যে অবশ্যই করুন বিনিয়োগ, নতুবা আপনার পিপিএফ অ্যাকাউন্ট (PPF Account) নিষ্ক্রিয় (Expire) হয়ে যাবে।

এই অ্যাকাউন্ট একবার নিস্ক্রিয় (Expire) হয়ে গেলে সেটি পুনরায় চালু করতে আপনাকে প্রতি বছর ৫০ টাকা জরিমানা (Penalty Fee) দিতে হবে। প্রতিটি অ্যাকাউন্টের একটি মেয়াদ থাকে। সেই মেয়াদ শেষ হবার ১৫দিন আগে পর্যন্ত এই অ্যাকাউন্টটি সক্রিয় করতে পারেন। মেয়াদ শেষ হলে কিন্তু অ্যাকাউন্ট আর সক্রিয় করা যাবে না।

Investment Plan:

Public Providant Fund হলো সরকার পরিচালিত একটি স্বল্প সঞ্চয়ের জন্য স্কিম (Scheme) যাতে আপনি সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। মেয়াদ শেষ হতে হতে একটি বড় রকমের অঙ্কের অর্থ পেতে পারেন। মেয়াদ শেষ হওয়ার পরে পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়াতে পারেন আপনি। এই অ্যাকাউন্টে বিনিয়োগ করলে অ্যাকাউন্টধারকরা ৭.১ শতাংশ সুদে পাবেন।

ঋণের সুবিধা:

PPF অ্যাকাউন্টের আরো একটি বড়ো সুবিধা কি জানেন?
পিপিএফ অ্যাকাউন্টে জমার ওপর অ্যাকাউন্ট হোল্ডাররা ঋণের (Loan) সুবিধাও পান!
আপনি আপনার PPF অ্যাকাউন্টের মোট জমা মূল্যের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ পেতে পারেন। এর সাথেই, ছ’বছর এই অ্যাকাউন্টে একটানা বিনিয়োগ (Investment) করার পরে মোট টাকার অঙ্কের আংশিক পরিমাণ অর্থ আপনি তুলতেও পারেন। আপনি আপনার ব্যক্তিগত দরকারে বা বাড়ির সদস্য অসুস্থ হলে সেই কারণ দেখিয়ে টাকা তুলতে পারেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker