Business Idea: বাড়িতে রোজ ব্যবহার করার মতো এই জিনিসটি দিয়ে ব্যবসা শুরু করে পেতে পারেন অনেক আয়।
বর্তমানে চাকরির বাজার মন্দা হওয়ার কারণে বেশিরভাগ মানুষই ব্যবসা শুরু করার দিকে ঝুঁকছেন। কিন্তু কম টাকায় কোন ব্যবসা করা যায়, কোন ব্যবসা করলে লাভবান হওয়া যাবে বেশি তা নিয়ে সকলের মনে প্রশ্ন জাগে। অনেকেই ভাবেন যে ব্যবসা মানেই প্রচুর অর্থ বিনিয়োগ (Investment) করতে হয়। সেই কারণেও অনেকে ব্যবসা করতে চান না।
তবে আপনাদের যদি বলি যে অল্প বিনিয়োগ করেই কিভাবে বেশি লাভবান হতে পারেন সেটির উপায় বলতে এসেছি তাহলে? হ্যাঁ সত্যিই আমরা নিয়ে এসেছি এমন এক ব্যবসার আইডিয়া (Business Idea) যা গৃহস্থ বাড়িতে রোজগারের ব্যবহৃত বস্তুর মধ্যে পরে এবং এই ব্যবসা শুরু করতেও প্রয়োজন পড়েনা বেশি বিনিয়োগের। জেনে নিন কোন ব্যবসার আইডিয়া নিয়ে আজ কথা বলতে চলেছি।
এখানে আমরা আজ বলতে চলেছি সাবান তৈরির (Soap Making) ব্যবসার বিষয়ে কথা। হ্যাঁ, নিত্যদিনের ব্যবহৃত এই বস্তুর ব্যবসা শুরুর মাধ্যমেই করতে পারেন প্রচুর টাকা আয়।সাবানের Manufacturing Unit Company তৈরির মাধ্যমে করতে পারেন মোটা টাকার আয়।
Table of Contents
কিভাবে শুরু করবেন এই ব্যবসা?
গ্রাম হোক কি শহর, সর্বত্র সবার বাড়িতেই সাবানের প্রয়োজনীয়তা দেখা যায়। এই কারণেই সাবান তৈরির এই ব্যবসাটি আপনার জন্য ভীষণ উপকারী হতে পারে। তবে ব্যবসা শুরুর আগে জেনে নিন খুঁটিনাটি বিষয়:
মেশিনের প্রয়োজনীয়তা:
যদি আপনার অর্থক্ষমতা কম থাকে তাহলে এই ব্যবসা শুরুর জন্য একদম উপযুক্ত আপনার জন্য। এই ব্যবসায় শুরুর জন্য প্রয়োজন কিছু মেশিনের(Machine)। এই মেশিনগুলির সাহায্যে আপনি সাবান তৈরি করতে পারেন। এরপর সেগুলোকে বাজারজাত করতে হবে।
যদি মেশিন কেনার অর্থ না থাকে তাহলে সেইক্ষেত্রে আপনি মেশিনে সাহায্য ছাড়া হাতেও সাবান বানাতে পারেন। তবে সেইক্ষেত্রে আপনার পরিশ্রম হবে বেশি এবং তুলনায় কম সাবান তৈরি করতে পারবেন।এই ব্যবসাটি ছোট আকারেও আপনি শুরু করতে পারবেন।
কতটা পরিমাণে অর্থ বিনিয়োগের প্রয়োজন?
খুব কম অর্থের মাধ্যমেই শুরু করতে পারেন এই ব্যবসা। তবে যদি অর্থের ভীষণই অভাব থাকে, সেক্ষেত্রে আপনি কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনার আওতায় 80 শতাংশ টাকা ঋণ হিসেবেও নিতে পারেন। মুদ্রা স্কিমের (Mudra Scheme) আওতায় ঋণ নেওয়ার একাধিক সুবিধা রয়েছে।
মুদ্রা স্কিমের লাভ কী কী?
একটি সাবান তৈরির কারখানা তৈরি করতে মোট খরচ মোটামুটি 15,30,000 টাকা হয়। এই পরিমাণ অর্থের মধ্যে রয়েছে ইউনিট স্পেস, মেশিনারি, তিন মাসের ওয়ার্কিং ক্যাপিটালও(Unit Space, Machinery, Working Capital)! অর্থাৎ যদি মাত্র তিন মাসের জন্য ব্যবসা শুরু করতে চান, সেই ক্ষেত্রে খরচ হবে 15,30,000 টাকা। কিন্তু এর মধ্যে আপনাকে খরচ করতে হবে মাত্র 3.82 লাখ টাকা। বাকি টাকা আপনি মুদ্রা স্কিমের (Mudra Scheme) আওতায় ঋণ হিসেবে নিতে পারেন।
কতটা পরিমাণে জায়গা দরকার এই ব্যবসার জন্য?
সাবান তৈরির কারখানা তৈরি করতে আপনার মোট প্রয়োজন হবে 750 স্কোয়ার ফুট এলাকা। এর মধ্যে থেকে 500 স্কোয়ার ফুট জায়গা ঢেকে রাখতে হবে এবং বাকি অংশ খুলে দিতে হবে। এই অংশে সব ধরনের মেশিনসহ চার ধরনের যন্ত্রপাতি থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই মেশিনগুলি বসাতে মোট খরচ হবে মাত্র 1 লাখ টাকা।
সাবান ব্যবসা থেকে আয়ের পরিমাণ কেমন?
i)এই ব্যবসা ঠিকমতো ভালোভাবে করতে পারলে আপনি 1 বছরে মোট প্রায় 4 লাখ কেজি সাবান উৎপাদন (Soap Manufacture) করতে সক্ষম হবেন।
ii) এর মোট বাজারমূল্য হবে প্রায় 47 লাখ টাকা।
iii) ব্যবসার বাকি সমস্ত খরচ এবং অন্যান্য ক্ষেত্রে খরচ হবে প্রায় 30- 35 লাখ টাকা।
iv) সবশেষে আপনার বছরে লাভ হবে 6 লাখ টাকা।
-Written by Riya Ghosh