একগুচ্ছ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করলো UGC, কলকাতায় রয়েছে ২টি।
দুর্নীতির দৌলতে আমরা ভুয়ো শিক্ষক, ভুয়ো ডাক্তার, পুলিশ এমন অনেক উদাহরণ দেখেছি সমাজে। তবে আস্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানই যে আদতে ভুয়ো হতে পারে, সেই বিষয়ে হয়তো ধারণা করাই সম্ভব নয়। বর্তমানে শিক্ষা আর ব্যবসা অনেকটা পরিপূরক বিষয়। আর শিক্ষাকে কাজে লাগিয়েই সমাজের এক স্তরের মানুষেরা ব্যবসা খুলে বসেছেন। ভুয়ো বিশ্ববিদ্যালয় খুলে চলছে পড়াশোনা, অথচ তাদের সার্টিফিকেট দেওয়ারই কোন লাইসেন্স নেই।
সম্প্রতি এমনই ২০টি ভুয়ো বিশ্ববিদ্যালয় এর তালিকা প্রকাশ করল ইউজিসি। এই তালিকার মধ্যে কলকাতারও(Kolkata) দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
দেশ জুড়ে প্রায় ২০টি এমন শিক্ষা প্রতিষ্ঠান চলছে, যেগুলি আদতে ভুয়ো অর্থাৎ এদের কোনো রকম ডিগ্রী দেবার অধিকার নেই। হয়তো বাস্তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে। তবে আপাতত এমন ২০ টি বিশ্ববিদ্যালয়(Fake Universities) চিহ্নিত করা গিয়েছে। দিল্লি, উত্তর প্রদেশ, কর্ণাটকসহ আরও অনেক রাজ্যে রয়েছে এই ফেক বিশ্ববিদ্যালয়গুলি। ইউজিসি জানিয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলির সার্টিফিকেট বৈধ নয়।
কোন রাজ্যে কতগুলি ভুয়ো ইউনিভার্সিটি রয়েছে দেখুন।
দিল্লি: ৮ টি। ভুয়ো বিশ্ববিদ্যালয় এর তালিকায় দিল্লি রয়েছে প্রথম স্থানে।
উত্তরপ্রদেশ: ৪ টি। ভুয়ো বিশ্ববিদ্যালয় এর তালিকায় উত্তরপ্রদেশ রয়েছে দ্বিতীয় স্থানে।
পশ্চিমবঙ্গ: ২ টি
অন্ধ্রপ্রদেশ: ২ টি
কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র এবং পন্ডিচেরিতে রয়েছে বাকি ভুয়ো বিশ্ববিদ্যালয় গুলি।
পশ্চিমবঙ্গের কলকাতায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন(Indian Institute Of Alternative Medicine) এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ঠাকুরপুকুর(Institute Of Alternative Medicine And Research, Thakurpukur) ভুয়ো ইউনিভার্সিটির তালিকায় রয়েছে।
নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নিয়েও রয়েছে একটি ভুয়ো বিশ্ববিদ্যালয়। উত্তর প্রদেশের আলিগড়ে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয়। এটি একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ইউজিসি এর ফেক ইউনিভার্সিটি এর তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের নামটিও রয়েছে।
ইউজিসিযর তরফ থেকে জানানো হয়েছে যে, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির সার্টিফিকেট দেবার কোন অধিকার নেই। যে সমস্ত শিক্ষার্থীরা এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে Degree সার্টিফিকেট অর্জন করেছেন, পরবর্তীকালে হয়তো তাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হতে পারে।