WB University Recruitment: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। জানুন বিস্তারিত।
কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (WB University Recruitment)। কোন কোন ক্ষেত্রে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া হবে এবং আবেদন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চাইলে প্রতিবেদনটি পড়ুন। (WB Feild Investigator Recruitment)
Table of Contents
১) পদের নাম:
Research Assistant
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Social Science এ Phd/M. Phil/স্নাতকোত্তর ডিগ্রিসহ উত্তীর্ণ হতে হবে।
ii) ডিগ্রিগুলিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
বেতনক্রম:
মাসিক বেতন ১৬ হাজার টাকা।
২) পদের নাম:
Field Investigator
আবশ্যিক যোগ্যতা:
i) Social Science এ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে আবেদনকারীর।
ii) বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা (Capabilities in Bengali and English Language) থাকলে সেই প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম:
মাসিক বেতন ১৫ হাজার টাকা।
New Delhi এর Indian Council of Social Science Research এর তরফে বিশেষ প্রজেক্টের (Special Project) জন্য নিয়োগ করা হবে পদগুলিতে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) যেতে হবে।
ii) সেখানে গিয়ে বিজ্ঞপ্তিটিতে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করতে হবে।
iii) এরপরে আবেদনপত্রটি প্রিন্ট করিয়ে (Print Out) পূরণ করুন ভালোভাবে।
iv) পূরণ করা শেষ হলে জরুরি তথ্য এবং আবেদনপত্র একসাথে একটি মুখবন্ধ খামে (Sealed Envelope) ভরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যান ইন্টারভিউয়ের দিন।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ:
আগামী ১৫ই জুন, ২০২৩। ঠিক বেলা একটা থেকে শুরু হবে ইন্টারভিউ।
ইন্টারভিউয়ের স্থান:
বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।
আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) চেক করুন।
Important Links
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh