SAIL Recruitment: স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি, জেনে নিন বিশদে।
Steel Authority of India তে রয়েছে কাজের সুযোগ। এই সম্পর্কে সংস্থাটির ওয়েবসাইটে (Official Website) হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কোন পদে নিয়োগ হবে, কত বেতন এবং কীই বা আবেদন প্রক্রিয়া; এইসব কিছু বিশদে জানতে চাইলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। (SAIL Recruitment)
Table of Contents
পদের নাম:
General Duty Medical Officer
আবশ্যিক যোগ্যতা:
- i) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সম্পন্ন হতে হবে।
- ii) Medical Council of India তে প্রার্থীর নাম নথিভুক্ত (Enlisted Name) থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৯ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
প্রার্থীকে প্রতি মাসে ৯০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ স্থান:
Steel Authority of India এর Central Marketing Organisation এর তরফে করা হবে নিয়োগ(Recruit)।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Walk in Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
- i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
- ii) আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেল আইডিতে (Email Id) মেইল করতে হবে।
- iii) মেইলের মধ্যে প্রার্থীকে নিজের যাবতীয় দরকারি নথি (Important Document) জমা দিতে হবে আবেদনপত্রের সাথে।
আবেদন করার শেষ দিন:
আগামী ৩০শে জুন।
আবেদনপত্র এবং নথি যাচাইকরণ হবার তারিখ:
আগামী ১লা জুলাই।
ইন্টারভিউয়ের স্থান ও সময়:
বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানাতে ইন্টারভিউয়ের দিন ঠিক সকাল ৯:৩০ টায় পৌঁছে যেতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে Steel Authority of India এর ওয়েবসাইটটি দেখতে পারেন।
Important Link
Official Website: Click Here
-Written by Riya Ghosh