শিক্ষার খবর

তীব্র গরমে জলশূন্য কলেজ, ভরসা অনলাইন ক্লাস! বিস্তারিত জানুন।

প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা গোটা রাজ্যের। শহরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁই ছুঁই। এরই মাঝে কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ শেষ কয়েকদিন ধরে জলশূন্য। কাজের ওয়াশরুম থেকে পানীয় জলের ট্যাঙ্ক, সর্বত্র ফাঁকা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, কতৃপক্ষের তরফ থেকে কলেজ বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৯ জুন থেকে অনলাইনেই ক্লাস করছে পড়ুয়ারা। (Govt. Art College Kolkata has started online classes)

কলকাতার এমন এক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের এমন পরিস্থিতি দেখে কার্যত হতবাক শিক্ষামহলের একাংশ। কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়টি PWD কে জানানো হলেও কোন উপকার হয়নি। তবে PWD সূত্রে জানানো হয়েছে,জলস্তরে সমস্যার কারণেই কলেজের পাম্পে জল উঠছে না। পাশাপাশি, কলেজ চত্বরে জমেছে আবর্জনার স্তূপ। এই ব্যাপারে কলেজের অধ্যক্ষ ছত্রপতি দত্ত জানান যে কলকাতা পুরনিগমের নিয়ম অনুযায়ী বর্জ্য বা আবর্জনা সংগ্রহ করতে লরি এলে আগাম টাকা দিতে হবে, কিন্তু সেই নগদ ফান্ড তাদের কাছে থাকেনা। তবে বিলিং সিস্টেমের মাধ্যমে তারা এই সমস্যা সমাধান করার চেষ্টা করছেন।

তীব্র গরমে জলশূন্য অবস্থায় পড়ুয়াদের চরম ভোগান্তির কথাও মেনে নিয়েছে কর্তৃপক্ষ। স্কাল্পচার বা সেরামিকস ডিপার্টমেন্ট জল ছাড়া অকেজো। এই পরিস্থিতিতে পড়াশোনার কাজ চালিয়ে যাওয়া অসম্ভব বলেই ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়ারা কয়েকদিন কলেজের পাশের একটি পুকুর থেকে জল আনার ব্যবস্থা করলেও, তাদের অভিযোগ পুকুরের পাশে জমে আছে নোংরা আবর্জনার স্তূপ। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যত কলকাতা পুরনিগমের সঙ্গে জোট দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে জল সমস্যার সমাধান করা হবে। ততদিন ক্লাস চলবে অনলাইনেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker