অন্যান্য

PAN Card: হঠাৎ করে প্যান কার্ড হারিয়ে গেলে কি করণীয় তা জেনে নিন।

বর্তমান সময়ে প্যান কার্ড (PAN Card) ভীষণ দরকারি একটি নথি। বেশি অঙ্কের টাকার লেনদেন হোক বা অন্য কোনো বাণিজ্যিক ক্ষেত্রে হোক, প্যান কার্ড সর্বক্ষেত্রে জরুরী। কিন্তু যদি ভুলবশত এই দরকারি জিনিসটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন? প্রচণ্ড বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। সেই সময় কী করণীয় সেটাই জানানোর উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন। ভালো করে জেনে নিন।

আয়কর বিভাগের মতে, একজন ব্যক্তির শুধুমাত্র একটি প্যান নম্বর থাকতে পারে। একবার কোনো ব্যক্তির প্যান কার্ডের নম্বর হয়ে গিয়ে থাকলে তিনি আর অন্য প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না।

তবে চিন্তার কিছু নেই কারণ কোনো কারণে প্যান কার্ড, যদি কারও প্যান কার্ড হারিয়ে যায় বা চুরি যায়, তাহলে সেই ব্যক্তি ডুপ্লিকেট প্যান কার্ডের (Duplicate Pan Card) জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি অনলাইনে (Online) ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে কয়েকটি স্টেপ মেনে চলতে হবে। কী কী ধাপ তা আলোচনা করা হলো।

ডুপ্লিকেট প্যান কার্ড বানানোর পদ্ধতি:
১) সবার প্রথমে গ্রাহককে অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) টিআইএন-এনএসডিএল-এ যেতে হবে।
২) এখন ‘বিদ্যমান প্যান ডেটা’ তে ‘পরিবর্তন’ বা ‘সংশোধন/ প্যান কার্ডের পুনর্মুদ্রণ’ এ আবেদনের একটি অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন।
৩) এবারে নিজের নাম, জন্মের তারিখ ও মোবাইল নম্বর দিয়ে আবেদনটি পূরণ করুন।
৪) সব তথ্য দেওয়া হলে সাবমিট অপশনে ক্লিক করুন।
৫) এবারে একটি টোকেন নম্বর (Token Number) আসবে। সেটি সংরক্ষণ করবেন ভবিষ্যতে ব্যবহারের জন্য।
৬) অন্য একটি পেজ খুলে যাবে। সেটি হলো ‘ব্যক্তিগত বিবরণ’।
৭) পৃষ্ঠায় দেওয়া ফাঁকা জায়গাগুলি পূরণ করুন।

নতুন ডুপ্লিকেট প্যান কার্ডের আবেদনের জন্য তিনটি মোডের মধ্যে একটিকে বাছুন। তিনটি মোড হলো-
i) শারীরিকভাবে আবেদনের নথি জমা দেওয়া
ii) ই-কেওয়াইসির মাধ্যমে জমা দেওয়া এবং
iii) ই-সাইনিংয়ের মাধ্যমে ডিজিটালি জমা দেওয়া।

ই-কেওয়াইসি এবং ই-সাইনের মাধ্যমে ডিজিটাল জমা করার জন্য আধার কার্ড প্রয়োজন হবে। সঠিক তথ্য যাচাই করতে আধারে দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সবশেষে ফর্ম জমা দেওয়ার সময়, ফর্মটিতে ই-সাইন করতে ডিজিটাল মাধ্যমে স্বাক্ষর প্রয়োজন হবে।

এখানেই শেষ নয়। এরপরেও কিছু স্টেপ আছে সেগুলো হলো:

১) এরপরে গ্রাহককে আপনার পাসপোর্টের ছবি, স্বাক্ষর এবং অন্যান্য নথির স্ক্যান করা ছবি আপলোড করতে হবে।
২) নথিগুলি আপলোড করার পরে, আবেদনপত্রটি করা হয়েছে সেটি কনফার্ম করার জন্য একটি ওটিপি আসবে।
৩) এবারে আপনাকে ফিজিক্যাল প্যান কার্ড (Physical Pan Card) এবং ইলেকট্রনিক প্যান কার্ডের (Electronic Pan Card) মধ্যে বেছে নিতে হবে।
৪) ই-প্যান কার্ডের জন্য একটি বৈধ ইমেল ঠিকানা প্রয়োজন হবে। যোগাযোগের বিবরণ এবং নথি সম্পর্কিত তথ্য ঠিক করে পূরণ করে সাবমিট করুন।
৫) এবারে আপনি পেমেন্ট করার পেজ দেখতে পাবেন। অর্থপ্রদান সম্পূর্ণ হওয়ার পরে প্রাপ্তি স্বীকার রসিদ তৈরি করা হবে।

এবার শুধু অপেক্ষা করুন ১৫-২০ দিনের মতো। তার মধ্যেই আপনার ডুপ্লিকেট প্যান কার্ড দেওয়া হবে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker