এক লাফে DA বাড়লো ১৬ শতাংশ, খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মনে।
কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর দিল কেন্দ্রীয় সরকার(Central Government)। দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হলো(DA Hike)। একলাফে মহার্ঘ ভাতা বেড়েছে 16 শতাংশ, যার ফলে রীতিমতো খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করে এই বিষয়টি জানানো হয়।
কারা পেতে চলেছেন এই 16 শতাংশ মহার্ঘ ভাতা?
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় সংক্রান্ত দপ্তর থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের(5th Pay Commission) আওতায় থাকা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এবং স্বশাসিত কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কর্মচারীরা বর্ধিত ১৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হবে নতুন এই বছরের অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে।
বর্তমানে স্বাষিত কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা(Dearness Allowance) পেতেন ৩৯৬ শতাংশ হারে। তবে বর্তমানে ১৬ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর এবার থেকে তারা ৪১২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
এই সমস্ত সরকারি কর্মচারীদের(Government Employees) মহার্ঘ্য ভাতা বৃদ্ধির পাশাপাশি তাদেরকে বকেয়া বা এরিয়ার দেওয়ার কথা উঠেছিল আগে। তবে সম্প্রতি প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে তাদের বকেয়া মহার্ঘ ভাতা দেবার কোন বিষয় স্পষ্ট করে জানানো হয়নি। কেন্দ্র সরকারের ষষ্ঠ বেতন কমিশন(6th Pay Commission) এর আওতায় থাকা সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ছিল ২১২ শতাংশ তা বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে ২২১ শতাংশ, যা ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সপ্তম বেতন কমিশন(7th Pay Commission) এর আওতায় থাকা সরকারি কর্মচারীরা বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি(DA Hike July) করা হতে পারে এবং ৪ শতাংশ বৃদ্ধি পেলে তারা ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।