মাসিক বেতন ২০,০০০ টাকা! সরাসরি ইন্টারভিউ দিয়ে রাজ্যের পৌরসভাতে চাকরি
সম্প্রতি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (Kolkata Municipal Corporation) থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এর পক্ষ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে কোন রকম পরীক্ষা দেওয়া লাগবে না। সরাসরি ইন্টারভিউ (Walk in Interview) এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। আবার গ্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করার যোগ্য।
যে সমস্ত প্রার্থীরা শূন্য পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক, তারা আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, বয়স, স্যালারি, ইন্টারভিউ এর তারিখ এবং অন্যান্য বিষয়গুলি বিস্তারিত দেখে নিন।
Table of Contents
পদের নাম-
- অ্যানালিস্ট
- ড্রাইভার
মোট শূন্যপদ-
- অ্যানালিস্ট: ১ টি
- ড্রাইভার: ১ টি
মাসিক বেতন-
- অ্যানালিস্ট: এই পদে মাসিক বেতন ২০০০০ টাকা।
- ড্রাইভার: এই পদে মাসিক বেতন ১১৫০০ টাকা।
বয়সসীমা-
- অ্যানালিস্ট: সর্বোচ্চ ৪০ বছর বয়স অবধি আবেদন করা যাবে।
- ড্রাইভার: ২৫ বছর থেকে ৪০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
- অ্যানালিস্ট: কেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ডেয়ারি কেমিস্ট্রি এগুলির মধ্যে যেকোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। এছাড়া ল্যাবরেটরি এর দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে
- ড্রাইভার: অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি-
প্রার্থীদের সরাসরি ইন্টারভিউস্থলে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে। সেখানে ইন্টারভিউ এর পর প্রার্থীদের বাছাই করা হবে এবং তারপর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।
আবেদন মূল্য-
আবেদন মূল্যের ব্যাপারে কোন কিছু বলা নেই।
আবেদন পদ্ধতি-
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ:
- অ্যানালিস্ট: ২০/৩/২০২৩
- ড্রাইভার: ২১/৩/২০২৩
ইন্টারভিউয়ের সময়:
- সকাল ১১.৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত।
ইন্টারভিউয়ের ঠিকানা:
“Chief Municipal Health Officer,CMO Bldg,
Room No. 137, 1st Floor
5, S.N. Banerjee Road,
Kolkata- 700013
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here