WB Madhyamik Exam Routine 2024: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ জানুন।
এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ, শুক্রবার এবং অন্যান্য বছরের মতো এই বছরেও ফল প্রকাশিত হবার সাথে সাথেই আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। (WB Madhyamik Exam Routine 2024)
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা কবে শুরু এবং কবেই বা শেষ হবে? কোন দিন কি পরীক্ষা হবে? এইসব কিছু বিস্তারিত জানানো হলো এই প্রতিবেদনে। ভালো ভাবে পড়ুন।
পরীক্ষার নাম: মাধ্যমিক পরীক্ষা ২০২৪ সাল
বোর্ডের নাম: মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষা শুরুর তারিখ: ২রা ফেব্রুয়ারি, ২০২৪
পরীক্ষা শেষের তারিখ: ১২ই ফেব্রুয়ারি, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইট: www.wbbse.org/www.wbbse.gov.in
অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২রা ফেব্রুয়ারি, ২০২৪ এবং পরীক্ষা শেষ হবে ১২ই ফেব্রুয়ারি, ২০২৪ এ। পরীক্ষা চলবে ৩ ঘন্টা এবং ১৫ মিনিট ধরে।পরীক্ষা শুরু হবে ঠিক সকাল ১১ টা ৪৫ মিনিটে এবং চলবে বিকেল ৩ টে পর্যন্ত। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে ঠিক সকাল ১১ টা ৪৫ মিনিটে এবং প্রশ্নপত্রটি ভালোভাবে খুঁটিয়ে পড়ার জন্য তাদের কাছে ১৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।
চলুন এবার পরীক্ষার রুটিন বিশদে জানা যাক এবং আগামী বছরের পরীক্ষার্থী যারা তাদের বলা হচ্ছে রুটিনটি ভালোভাবে লিখে সাবধানে রেখে দেওয়ার জন্য।
2 ফেব্রুয়ারি (শুক্রবার)- প্রথম ভাষা
3 ফেব্রুয়ারি (শনিবার)- দ্বিতীয় ভাষা
5 ফেব্রুয়ারি (সোমবার)- ইতিহাস
6 ফেব্রুয়ারি (মঙ্গলবার)- ভূগোল
8 ফেব্রুয়ারি (বৃহষ্পতিবার)-গণিত
9 ফেব্রুয়ারি (শুক্রবার)-জীবন বিজ্ঞান
10 ফেব্রুয়ারি (শনিবার)-ভৌতবিজ্ঞান
12 ফেব্রুয়ারি (সোমবার)- ঐচ্ছিক বিষয়
লোকসভা নির্বাচন সহ আরো কিছু কারণবশত পরের বছরের মাধ্যমিক পরীক্ষার দিন এগিয়ে আনা হয়েছে এমনটাই জানান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত বলে রাখি যে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে মোট ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী। ফলের দিক থেকে জেলা এগিয়ে এবারেও। জেলা ভিত্তিক ফলাফলে সবথেকে বেশি এগিয়ে আছে পূর্ব মেদিনীপুর। তারপরেই আছে কালিম্পং এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের দেবদত্তা মাঝি যার প্রাপ্ত নম্বর ৬৯৭ এবং সে ‘কাটোয়া দুর্গদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী।
-Written by Riya Ghosh