অন্যান্য

Pan Card: আপনার অজান্তেই অন্য কেউ ব্যবহার করছে না তো আপনার প্যান কার্ড? কিভাবে জানা যাবে?

প্যান কার্ড (PAN Card) হল বর্তমানে খুব জরুরী একটি নথি। এই প্যান কার্ড যে শুধু ব্যাংকের বিভিন্ন কাজই আপনার সহায়তা করে এমন নয় বরং আপনার পরিচয় পত্র হিসেবেও এই প্যান কার্ড কাজ করে। কিন্তু হঠাৎ করেই যদি এটা বুঝতে পারেন যে আপনার প্যান কার্ড আপনি ছাড়াও আপনার অজান্তেই অন্য কেউ ব্যবহার করছেন তখন? (Someone else is using your PAN card without your knowledge?)

আপনি কি করে বুঝবেন যে আপনার প্যান কার্ডটি আপনি ছাড়াও অন্য কেউ ব্যবহার করছে? হ্যাঁ আজকাল প্যান কার্ড নিয়েও জালিয়াতি (Fraud) বেড়ে গেছে তাই একটু সতর্ক থাকার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখা উচিত। যেমন, নিয়মিত আপনার আর্থিক রিপোর্ট চেক করুন। এছাড়াও প্রতিদিন চেক করুন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা বিল সঠিক আছে কিনা যদি একটুও অন্যরকম দেখেন সঙ্গে সঙ্গে তৎপর হয়ে যান।

প্রত্যেক নাগরিকের (Citizen) জন্য প্রতিটি প্যান কার্ডে আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে। শুধু তাই নয় প্যান কার্ডের সঙ্গে আপনার সচিত্র অর্থাৎ আপনার ফটোকপি ও ব্যবহার হয় এবং এই ফটোকপি কাজে লাগিয়েই জালিয়াতরা জালিয়াতি করে যাচ্ছে। যদি আপনি বোঝেন যে আপনার প্যান কার্ড অন্য কেউ ব্যবহার করছে তখন আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন সেই নিয়েই আজকে এই প্রতিবেদন ভালোভাবে সমস্ত প্রতিবেদনটি পড়ুন।

আপনি যদি বুঝতে পারেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট (Bank Statement) দিয়েছে এর বিয়ের ইত্যাদি মিলছে না তাহলেই বুঝবেন যে আপনার প্যান কার্ড আপনি ছাড়াও অন্য কেউ ব্যবহার করছে। এছাড়াও আরো কিছু কিছু জিনিস খুঁটিয়ে দেখে নেওয়া প্রয়োজন। সেগুলি হল:

i) সিবিলের স্কোর:
এই সিবিলের স্কোরে আপনার মাধ্যমে নেওয়া বিভিন্ন লোন/ক্রেডিট কার্ড ইত্যাদি তথ্য জমা থাকে। যদি এই তথ্যতে একটুও গরমিল দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার প্যান কার্ডে অন্যকেউ লোন অথবা ক্রেডিট কার্ড(Credit Card) ইস্যু করেছে যা আপনি কিন্তু নিজে করেননি।

ii) আয়করের হিসেব:
এছাড়া আয়করের হিসেব দেখলেও কিন্তু প্যান কার্ডের অপব্যবহার ঘটছে কিনা জানা যাবে।

আপনার এবার কী করণীয়?
যদি আপনি বোঝেন যে আপনার প্যান কার্ডের অপব্যবহার ঘটেছে তাহলে আর দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যাংকে জানান এবং পুলিশের কাছেও অভিযোগ দায়ের করুন।
পুলিশকে জানানোর পরে সত্ত্বর যোগাযোগ করুন আয়কর বিভাগে এরপরে তাঁরাই নিজেরা প্রয়োজনী ব্যবস্থা নেবেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker