ব্যবসা-বাণিজ্য

Business Idea: ‘গোল্ড ফিশ’-এর ব্যবসা করে হতে পারেন অনেক লাভবান, বিস্তারিত জানুন।

বর্তমান সময়ে চাকরির থেকে বেশি ব্যবসার দিকে ঝুঁকছেন মানুষ এমনকি চাকুরিজীবীরাও অনেকেই নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবছেন। অনেকেই এই নিয়ে ভালোমত পরিকল্পনাও করছেন। কিন্তু ব্যবসাতে অর্থ বিনিয়োগের মত ছোটখাটো ঝুঁকির বিষয়ে ভেবে পিছিয়ে যাচ্ছেন তাঁরা।

তবে আজ আমরা আপনাদের জন্যই এমন একটি ব্যবসার আইডিয়া (Business Idea) নিয়ে এসেছি যেটি কম ঝুঁকি পূর্ণ। এমনকি টাকা বিনিয়োগ করার প্রয়োজনও পরবে না। চাকুরীজীবী থেকে শুরু করে সকলেই করতে পারেন এই ব্যবসা। এই ব্যবসার পেছনে খাটনি কম লাভ বেশি। কোন ব্যবসার কথা বলছি এতক্ষণ ধরে? আসুন জানি।

এতক্ষণ ধরে বলছি ‘সোনার মাছের’ ব্যবসার কথা। আরে বুঝলেন না? আচ্ছা তাহলে খুলে বলি। এখানে বলা হচ্ছে রঙিন মাছ চাষের কথা। হ্যাঁ বিশেষত ‘গোল্ড ফিশ’ (Gold Fish) এর কথা বলছি। এখানে তার কথাই বলতে চলেছি। এই মাছ সবাই নিজেদের বাড়িতে অ্যাকোয়ারিয়ামে (Aquarium) রাখেন। অনেকের বিশ্বাস যে এতে নাকি বাড়ির শ্রীবৃদ্ধি ঘটে। এই মাছকে তাই সৌভাগ্যের প্রতীকও বলা হয়ে থাকে। (Gold Fish Business Idea)

এই ব্যবসায় বিনিয়োগ কেমন করতে হবে?
যেকোনো ব্যবসা প্রথমে ছোট আকারে করাই ভালো। তবে লাভ বাড়লে বড়ো আকারে করতেই পারেন আর সেই ক্ষেত্রে মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ (Investment) করেই করতে পারবেন এই ব্যবসাটি।

বর্তমানে এই ব্যবসা করে অনেকেই প্রচুর মুনাফা অর্জন করে লাভবান হচ্ছেন। বাড়িতে পোষা মাছের ক্ষেত্রে গোল্ড ফিশের চাহিদা বেশি প্রাধান্য পায়।

এই ব্যবসা শুরু করা যাবে কিভাবে?
i) সবার আগে বাড়ির উঠোনেই ছোট আকারের কয়েকটি চৌবাচ্চা তৈরি করতে হবে।
ii) এই মাছের আকার ছোট হওয়ার কারণে ছোট জায়গাতেই এই চাষ করা যাবে।
iii) কম করে দুইটি বা তিনটি চৌবাচ্চা হলেই যথেষ্ট এই মাছের জন্য।
iv) খরচ পরতে পারে ২০ হাজার টাকার মতো। মাছ রাখার আগে চৌবাচ্চায় মাছের প্রয়োজনীয় জিনিস যেমন অক্সিজেন সরবরাহ করার জন্য পাম্প, মাঝারি আকারের পাইপ, মাছের খাবার ইত্যাদি কিনতে হবে। এগুলি কিনতে ১০ হাজার মতো খরচ হতে পারে আপনার।
v) প্রতিটি জিনিসই যতগুলি চৌবাচ্চায় মাছ চাষ করবেন, সেই অনুযায়ী সমান পরিমাণে কিনতে হবে।
vi) মাছের অনুপাত ১:৪ হওয়া উচিত নইলে বংশবৃদ্ধিতে সমস্যা দেখা দেবে। মাসখানেক থাকলেই নতুন বাচ্চা মাছ পাবেন আপনি।

তবে এই মাছ চাষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। জেনে নিন:
i) এই মাছ ভালো জাতের হয় অর্থাৎ আপনার প্রথম কাজ হলো ভালো জাতের গোল্ড ফিশ চেনা(Identity Good Gold Fish)। প্রয়োজনে কারো সাহায্য নিতে পারেন।
ii) আপনার মাছকে সুস্থ রাখা আপনার দায়িত্ব। তার জন্য যা করতে হয় করবেন।

লাভ কেমন এই ব্যবসায়?
খোলা বাজারে গোল্ড ফিশ সাধারণত ১৫০-২০০ টাকায় বিক্রি হয়। অর্থাৎ আপনি যদি ১০০ টি মাছ বিক্রি করতে পারেন তাহলে আপনি অনায়াসেই ২০ হাজার টাকা লাভ করতে পারেন।

তবে মাছ চাষ করার ক্ষেত্রে বংশবৃদ্ধির (Reproduction) সময় সাবধানতা অবলম্বন করতে হবে। তাই এ বিষয়ে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশল মেনেই মাছ চাষ করতে হবে। তার আগে অবশ্যই মাছ চাষের জন্য প্রশিক্ষণ নেওয়া জরুরি।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker