মেয়েদের জন্য বিরাট সুখবর! পড়াশোনার জন্য টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। জানুন বিস্তারিত।
পড়ুয়াদের স্বার্থে, যাতে দেশের পড়ুয়ারা যাতে সুষ্ঠুভাবে ও নিরাপদে (Safely) নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন, তার জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে পড়ুয়ারা বিভিন্ন স্কলারশিপের (Scholarship) সুবিধা পান। যার জন্য শিক্ষার্থীরা নির্ভাবনায় উচ্চশিক্ষা (Higher Education) গ্রহণ করতে পারেন।
কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ (Beti Banchao Beti Padhao) হলো এমনই এক কর্মসূচি যেখানে দেশের মেয়েদের জন্ম থেকে শুরু করে তার সমস্ত শিক্ষার খরচ বহন করছে কেন্দ্রীয় সরকার(Central Government)। আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সবরকম সাহায্য করে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Government)। এছাড়াও মেয়েদের জন্য ‘বালিকা সমৃদ্ধি যোজনা’ (Balika Samriddhi Yojana) শুরু করেছে কেন্দ্রীয় সরকার(Central Government)। আজকের এই প্রতিবেদনে মেয়েদের স্বার্থে করা কেন্দ্রের ‘বালিকা সমৃদ্ধি যোজনা’ (Balika Samriddhi Yojana) প্রকল্পের বিষয়েই আলোচনা করতে চলেছি আমরা।
বালিকা সমৃদ্ধি যোজনা(Balika Samriddhi Yojana):
কেন্দ্রীয় সরকারের (Central Government) প্রচলিত এই প্রকল্পে একটি মেয়ে সন্তানের জন্য কত কী সুবিধা দেওয়া হয় দেখুন:
- i) একটি কন্যা শিশুর জন্ম থেকে শিক্ষা (Birth to Education) পর্যন্ত, বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।
- ii) শিশুর জন্মের পরে প্রথমে সরকারের (Government) তরফে পাঁচশো টাকা তুলে দেওয়া হয় মায়ের হাতে। এরপর বিভিন্ন পর্যায়ে অর্থ প্রদান করে কেন্দ্রীয় সরকার(Central Government)।
কারা কারা এই সুবিধা পাবেন?
শহর বা গ্রামের বিপিএল (BPL) অন্তর্ভুক্ত পরিবারগুলি এই প্রকল্পের সুবিধা পান এবং প্রত্যেক পরিবারের সর্বাধিক দুই জন কন্যা সন্তানকে এই সুবিধা দেওয়া হয়।
কারা এই প্রকল্পটি পরিচালনা করেন?
গ্রামীণ অঞ্চলগুলিতে শিশু উন্নয়ন পরিষেবা আর শহরাঞ্চলে স্বাস্থ্য বিভাগের (Health Department) আধিকারিকরা এই প্রকল্পটি পরিচালনা করেন।
আবেদন পদ্ধতি:
অফলাইন ও অনলাইন (Offline and Online) দুই ভাবেই আবেদন করা যায় এই প্রকল্পের জন্য।
অফলাইনে আবেদন (Offline Registration) করতে চাইলে কি করতে হবে?
অফলাইনে আবেদন করতে চাইলে কন্যা সন্তানের মা অথবা বাবাকে যে কোনো অঙ্গনওয়াড়ি কর্মীর থেকে অথবা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে গিয়ে ফর্ম নিয়ে সেটি সঠিক ভাবে পূরণ করে জমা করতে হবে।
অনলাইনে আবেদন (Online Registration) করতে চাইলে কি করতে হবে?
অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে নির্দিষ্ট ওয়েবসাইটে (Website) গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে, ডকুমেন্ট আপলোড (Document Upload) করে আবেদনপত্রটি জমা দিতে হবে।
এই প্রসঙ্গে বলে রাখি যে, এই প্রকল্পের আবেদনপত্র গ্রাম ও শহরের জন্য ভিন্ন।
কী কী নথি লাগবে?
‘বালিকা সমৃদ্ধি যোজনা’ Balika Samriddhi Yojana) প্রকল্পে আবেদন করতে হলে যে যে নথিগুলি প্রয়োজন সেগুলি হল-
i) শিশু কন্যার Birth Certificate
ii) মা-বাবার আবাসস্থলের প্রমাণপত্র (Domicile of parents)
iii) মা-বাবা অথবা কোনো আত্মীয়ের পরিচয়পত্র (Identity Card) অর্থাৎ আধার কার্ড/রেশন কার্ড/ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক(Aadhaar Card/Reson Card/Passbook of Bank Account), যেকোনো একটি।
এছাড়া, আরও কোনো তথ্যের প্রয়োজন হলে তা উল্লেখ করে দেওয়া থাকবে।
এই প্রকল্পের টাকার পরিমাণ কত?
‘বালিকা সমৃদ্ধি যোজনা’ (Balika Samriddhi Yojana) প্রকল্পে শিশুকন্যাদের বার্ষিক বৃত্তি প্রদান করা হয়। শ্রেণী উত্তরণের সঙ্গে সঙ্গে বৃত্তির পরিমাণও বাড়তে থাকে। টাকার পরিমাণ কিছুটা নিম্নরূপ:
i) প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে মেলে বার্ষিক ৩০০ টাকার আর্থিক সুবিধা।
ii) চতুর্থ শ্রেণীতে মেলে ৫০০ টাকা কন্যা সন্তান পিছু।
iii) পঞ্চম শ্রেণীতে মেলে ৬০০ টাকা।
iv) ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে মেলে ৭০০ টাকা।
v) অষ্টম শ্রেণীতে মেলে ৮০০ টাকার আর্থিক সুবিধা।
vi) নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত ১০০০ টাকার আর্থিক সাহায্য পান পড়ুয়ারা।
আরো বিশদে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখে আসতে পারেন।
Important Link
Official Website: Click Here
-Written by Riya Ghosh