UGC DAE CSR-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বেতন এবং অন্যান্য বিষয় সম্পর্কে।
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি কেন্দ্রের ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) প্রতিষ্ঠিত একটি স্বশাসিত প্রতিষ্ঠান ইউজিসি-ডিএই সিএসআর (কনসরটিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(UGC DAE CSR Vacancy 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
UGC DAE CSR Recruitment 2023-এ নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
Table of Contents
পদের নাম-
সায়েন্টিস্ট-ডি এবং ইঞ্জিনিয়ার-ডি
মোট শূন্যপদ-
মোট 4 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
প্রতিমাসে নূন্যতম বেতন দেওয়া হবে ৬৭,৭০০ টাকা।
আবেদন শেষ-
16/08/2023
বয়সসীমা-
40 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা-
কলকাতায় সায়েন্টিস্ট-ডি পদের জন্য লাইফ সায়েন্স বা Physical সায়েন্সের যেকোনো একটি শাখায় M.SC-র সঙ্গে রেডিয়েশন বায়োলজি বা সম্পর্কিত বিষয়ে PHD বা পাঁচ বছরের গবেষণার(Research) অভিজ্ঞতা থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্র নিয়ে পিয়ার রিভিউড জার্নালে(Pear Review Journal) ন্যূনতম তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হতে হবে।
অন্যান্য পদগুলিতে আবেদনের জন্য রয়েছে আলাদা শিক্ষাগত যোগ্যতা। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনার অফিশিয়াল নোটিফিকেশন টি চেক করে নিন।
নিয়োগ পদ্ধতি-
আবেদনের ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এর মাধ্যমেই প্রার্থীদের বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বাদে অন্যান্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০০ টাকা জমা করতে হবে।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(Online Recruitment) করতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।
Important Link-
Official Website: Click Here