অল্প টাকা বিনিয়োগ করে শুরু করেন ট্রান্সপোর্ট এর ব্যবসা, অল্প দিনেই হয়ে যাবেন মালামাল।
সময়ের সাথে সাথে পেশাগত দিক থেকেও অনেক পরিবর্তন এসেছে। এখন অনেক মানুষই আছেন, যারা চাকরির পিছনে না দৌড়ে ব্যবসা করছেন বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন। ব্যবসা শুরু করে অনেকেই অনেক টাকা লাভ করছেন প্রতিমাসে। এমন অবস্থায় আপনিও যদি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান, তবে রয়েছে একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া(Business Idea)। এই প্রতিবেদনে মূলত ট্রান্সপোর্ট সংক্রান্ত ব্যবসাগুলি সম্পর্কে আলোচনা করা হবে। এই ব্যাবসাগুলির কোনো কোনোটা থেকে লক্ষাধিক টাকা উপার্জন সম্ভব। তাছাড়া ট্রান্সপোর্ট সংক্রান্ত ব্যবসার(Transport Business) চাহিদা বর্তমানে অনেক বেড়ে গিয়েছে।
বিগত কিছু বছরে ভারতের অর্থনীতি(Indian Economy) বেড়েছে দ্রুতগতিতে। বেড়ে গিয়েছে ট্রান্সপোর্ট এর ব্যবসাও। পণ্যের সাথে বেড়েছে মানুষের সংখ্যাও। এমন অবস্থায় ট্রান্সপোর্ট এর ব্যবসা আপনাকে অল্প সময়ের মধ্যেই লাখপতি বানিয়ে দিতে পারে। এই ব্যবসার অর্থ হল গাড়ি, ট্রাক ইত্যাদির মাধ্যমে পণ্য পরিবহণ করা। যাত্রীবাহী গাড়িগুলির মাধ্যমেও আপনি যাত্রী পরিবহণ শুরু করতে পারেন। গ্রাম বা শহরের যেকোনো জায়গায় আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন।
Table of Contents
কোল্ড চেইন সার্ভিসের ব্যবসা:
এটি এমন একটি ট্রান্সপোর্ট পরিষেবা যেখানে সেই জাতীয় পণ্যগুলি সাধারণত পরিবহণ করা হয়, যেগুলি তাপমাত্রার কারণে দ্রুত নষ্ট হয়ে যায়। অর্থাৎ, এক্ষেত্রে পণ্যগুলি নিম্ন তাপমাত্রায় বা শীতলভাবে রাখা হয়। আপনাকে এই ব্যবসায় একটু বেশি বিনিয়োগ করতে হতে পারে। তবে আপনি এটি থেকে খুব ভালো উপার্জন করতে পারবেন।
ট্যাক্সি পরিষেবা:
শহর এবং পার্শ্ববর্তী এলাকায় ট্যাক্সি সার্ভিস বর্তমানে খুবই জনপ্রিয়। বেশিরভাগ মানুষ বাইরে বেরোনোর আগে অনলাইনে Ola বা Uber বুক করেন। এতে করে যাত্রার সময় কমে, গাড়ির জন্য অপেক্ষা করা লাগেনা, যাত্রা আরামদায়কও হয়। তাই আপনার যদি গাড়ি থাকে, তাহলে এমন কোনো সংস্থার সাথে যুক্ত হয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। তাছাড়া নিজেও একার মত এই ব্যবসাটি করতে পারবেন।
ভাড়া গাড়ি নিয়ে ব্যবসা:
আপনার যদি নিজস্ব গাড়ি না থাকে, তাহলে একটি গাড়ি ভাড়া করেও আপনি ট্রান্সপোর্ট সংক্রান্ত যেকোনো ব্যবসা শুরু করতে পারেন। টুরিস্ট স্পট বা বড়ো শহরে গাড়ি চালিয়ে প্রতিদিন কয়েক হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে আপনার অবশ্যই একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ির সমস্ত ডকুমেন্ট ও থাকা আবশ্যক। এক্ষেত্রে প্রতিদিন, বা সপ্তাহ বা মাস হিসাবে গাড়ির মালিককে ভাড়া দিতে হবে। তবে আপনার লাভও থাকবে অনেকটাই।
গ্রামে পণ্য বা মাল পরিবহন:
গ্রামের দিক যারা কাপড়ের কাজ করেন, তারা শহর থেকে মাল নিয়ে যান। গ্রামে সেই মাল কেটে বিভিন্ন ড্রেস তৈরি করে পুনরায় শহরে পাঠান। এই কাজের জন্য বড়ো গাড়ির প্রয়োজন হয়। একসাথে গ্রামের অনেকের মানুষের তৈরি কাপড়, সালোয়ার ইত্যাদি শহরে পাঠানো হয়। বড়ো গাড়ি থাকলে এই ব্যবসা করে প্রতিমাসে অনেক টাকা আয় করতে পারবেন। পাশাপাশি অন্যান্য সময় অন্যান্য পণ্য পরিবহনের মাধ্যমেও অতিরিক্ত আয় করতে পারবেন।