রাজ্যে অর্ধেকের বেশি ইঞ্জিনিয়ারিং আসন এখনো ফাঁকা।
কেন্দ্রীয় কাউন্সিলিং(Central Counciling) হবার পরেও রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের(West Bengal Joint Entrance Board) ইঞ্জিনিয়ারিং-এ অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়ে গিয়েছে। তাও নাকি পরিস্থিতি গতবারের তুলনায় অনেকটাই ভালো। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, গত বছর তুলনায় এবার ৩০০০ জন পড়ুয়া বেশি ভর্তি হয়েছেন। তা সত্ত্বেও ইঞ্জিনিয়ারিং আসনের অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয় এবং কলেজ মিলিয়ে বর্তমানে রাজ্যে ইঞ্জিনিয়ারিং এ মোট আসন(WB Engeneering Seats) রয়েছে প্রায় ৩৬ হাজার। ৩৬ হাজার আসনের মধ্যে কাউন্সিলিংয়ের(WB Engineering Counselling) পরে ভর্তি হয়েছেন মাত্র সাড়ে 16 হাজার পড়ুয়া। ফলত, রাজ্যে অর্ধেকের বেশি ইঞ্জিনিয়ারিং আসন এখনো ফাঁকা রয়ে গিয়েছে।
জয়েন্ট এনট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, কেন্দ্রীয় কাউন্সিলিং শেষ হবার পরে উচ্চশিক্ষা দপ্তরে তারা রিপোর্ট পাঠিয়েছেন। আশা করা হচ্ছে যে, বিকেন্দ্রীভূত কাউন্সিলিংয়ের নির্দেশ পাওয়ার পর আরও আসনে পড়ুয়ারা ভর্তি হবেন।
তবে এ বছর কেন্দ্রীয় কাউন্সিলিং হবার পরেও এত সংখ্যক আসন কেন ফাঁকা রয়ে গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিভিন্ন মহল থেকে ফাঁকা আসন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আবার গতবারের তুলনায় বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন, তাই নিয়েও বোর্ডের চেয়ারম্যান ব্যাখ্যা দিয়েছেন। বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন কাউন্সিলিং এর আগেই জয়েন্ট এন্ট্রান্স মেন(JEE MAIN) এবং Joint Entrance Advance এর কাউন্সিলিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই কাউন্সিলিংয়ের পর ভর্তির সুযোগ পেয়েও ছাড়ার প্রবণতা আগের বারের তুলনায় কম। তবে আগামী দিনে ফাঁকা আসন ঠেকানোর জন্য নতুন কিছু পদ্ধতি আনা হবে এবং কিছু পদ্ধতির বদল করা হবে বলে জানিয়েছেন তিনি।