সরকারি কর্মীদের জন্য নতুন খবর। পঞ্চায়েত ভোটের আগেই DA নিয়ে বড় সিদ্ধান্ত।
সম্প্রতি প্রকাশ করা হয়েছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন। আগামী জুলাই মাসে পঞ্চায়েত ভোট(Panchayat Election)। তার ঠিক আগেই বকেয়া DA অর্থাৎ Dearness Allowance নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের একাংশের। যা নিয়ে রীতিমত শুরু হয়েছে শোরগোল।
সকল সরকারি কর্মীরা চাইছেন তাঁদের বকেয়া থাকা DA বা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হোক পঞ্চায়েত ভোটের আগেই। রাজনৈতিক কলাকুশলীরা মনে করছেন যে, সরকারি কর্মীদের এহেন নতুন সিদ্ধান্তে কিছুটা হলেও প্রমাদ গুনছে সরকার।
সরকারি কর্মীরা বকেয়া ডিএ-র (DA) দাবিতে বর্তমানে শহিদ মিনার চত্বরে অবস্থান করেছেন। সম্প্রতি নবান্নের সঙ্গে বৈঠকেও বসেছিলেন সরকারি কর্মীদের একাংশ। তবুও কোনো সমাধান বেরোয়নি। এদিকে আবার আগামী ২৫শে জুন রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ১৫০ দিন পূর্ণ হতে চলেছে। সেদিন সরকারি কর্মীরা মহামিছিলে সম্মিলিত হবেন বলে সিদ্ধান্ত (Decision) নিয়েছেন তাঁরা।
তবে এবারের মিছিলে শুধু DA নয়, বরং পঞ্চায়েত ভোটে কর্তব্যরত সরকারি কর্মী-শিক্ষকদের নিরাপত্তার (Security) নিশ্চয়তা ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন করার দাবিও জানানো হবে। এই মহামিলছিলে, হাজার হাজার সরকারি কর্মী (Government Employee) এই মিছিলে অংশ নেবেন বলেই আশা করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সকলে।
বিশেষ দ্রষ্টব্য যে এখানেই শেষ নয় বরং DA এর দাবিতে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কলাকুশলীরা জানান যে, ওই দিন হাওড়া এবং শিয়ালদহ -এই দুটি অংশে মিছিল বের করা হবে। বিভিন্ন জেলা থেকে সরকারি কর্মকর্তারা যোগ দেবেন এই মহামিছিলে। তারপর এই মহামিছিল রওনা দেবে শহীদ মিনারে (Sahid Minar) এবং সেখানে সমাবেশ হবে।
-Written by Riya Ghosh