নার্সিং-এ ভর্তির কাউন্সেলিং-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলো কলকাতা হাইকোর্ট।
যে সমস্ত ছাত্রছাত্রীরা নার্সিং এ ভর্তির কাউন্সেলিং এর জন্য প্রস্তুত হচ্ছিলেন তাদের জন্য একটি দুঃসংবাদ। সম্প্রতি নার্সিং-এ ভর্তির কাউন্সেলিং-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলো কলকাতা হাইকোর্ট।। আগামী ৩০ শে অক্টোবর বিএসসি এবং এমএসসি-তে নার্সিং এর কাউন্সিলিং-এ(West Bengal Nursing Counselling) অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুনরায় কাউন্সিলিং করা সম্ভব হবে আদালতের অনুমতির পরেই।
গত বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি হরফনামা তলব করা হয়। আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয় নতুন তৈরি হওয়ার শূন্যপদে মেধাকে প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা। মূলত অনিয়মের কারণেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি রয়েছে ২ নভেম্বর তারিখে।
নার্সিং এর কাউন্সিলিং এর সময় মেধা তালিকার প্রথম দিকে থাকা প্রার্থীদের বাড়ির কাছাকাছি ভর্তির সুযোগ না দিয়ে পিছনের দিকে সারিতে থাকা প্রার্থীদের কাছাকাছি ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। এমন অভিযোগে আদালতের দারস্ত হন নার্সিং এর একাধিক পড়ুয়ারা।
এছাড়াও পড়ুয়ারা অভিযোগ করেছেন জুন মাসের প্রথম দিকে কাউন্সিলিংয়ের সময় জানানো হয়েছিল বাড়ির কাছাকাছি শূন্যপদ না থাকার জন্য পড়ুয়াদের দূরের কলেজে ভর্তি হতে হবে। কিন্তু ৫ই অক্টোবর তারিখে যখন পুনরায় কিছু শূন্যপদ ঘোষণা করা হয়, তখন বলা হয় আগে যারা কাউন্সেলিং এ অংশগ্রহণ করেছেন তারা আবার নতুন করে কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। ক্ষোভ দেখা দেয় ছাত্রছাত্রীদের মধ্যে, তখনই তারা আদালতের দ্বারস্থ হন।