শিক্ষার খবর

কবে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস? ধন্দে কলকাতা বিশ্ববিদ্যালয়।

রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছিল ৩ অক্টোবর তারিখ থেকে রাজ্যের ইউনিভার্সিটিগুলিতে স্নাতকোত্তর এর প্রথম সিমেস্টারের ক্লাস শুরু করতে হবে। অন্যান্য ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত কলকাতা ইউনিভার্সিটিতে(Calcutta University) স্নাতকোত্তর এর প্রথম সিমেস্টারের ক্লাস শুরু করা হয়নি। পরবর্তী ক্লাস শুরুর তারিখ হিসাবে ৩১ অক্টোবর এর প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখানেও আছে সমস্যা(Calcutta University Post Graduation Problem)। কবে শুরু হবে স্নাতকোত্তরের ক্লাস, ধন্দে কলকাতা বিশ্ববিদ্যালয়।

আশঙ্কা করা হচ্ছে সমস্ত শিক্ষার্থীদের একসাথে নিয়ে ক্লাস করা সম্ভব হবেনা। কারণ বেশ কিছু আসন এখনো ফাঁকা পড়ে আছে। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, রাজ্যের কোনো ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরে ভর্তির(Post Graduation Admission Calcutta University)জন্য অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে স্নাতক পাশ পড়ুয়াদের পরীক্ষা দিতে হয়। সেসমস্ত পড়ুয়াদের জন্য ২০% আসন সংরক্ষিত রয়েছে। ভর্তির পরীক্ষা সঠিক সময়ে না নেবার জন্যই এই সমস্যার মধ্যে রয়েছে পড়ুয়ারা।

আগেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সমিতি(Calcutta University Teachers Association) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্যকে চিঠি লিখেছিল। অক্টোবরের মাঝামাঝি সেই পরীক্ষা নেওয়া হলেও ফলাফল জানেন না বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক।

সাধারণ সম্পাদক সনাতন চট্টোপাধ্যায় বলেন, শুধু বাইরের পড়ুয়ারাই নন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যেসমস্ত পড়ুয়া ভর্তি হয়েছেন, তাঁদেরও পূর্ণাঙ্গ তালিকা(PG Students List) এখনো বিভিন্ন বিভাগ জানতে পারেনি। তাই এই পরিস্থিতিতে কবে থেকে স্নাতকোত্তর এর প্রথম সিমেস্টারের ক্লাস(Calcutta University PG Course Class) শুরু হবে তা নিয়ে ধন্দে রয়েছে খোদ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker