CU Admission: কলকাতা বিশ্ববিদ্যালয়ে M.Tech-এ ভর্তির আবেদন শুরু হয়েছে। জানুন বিস্তারিত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে M.Tech অর্থাৎ Masters of Technology-তে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া সহ সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন M. tech কোর্সে এমনই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কোর্সটি চারটি সেমিস্টারের (Semester) এবং দুটি ভাগে বিভক্ত। এর সাথেই, পার্ট টাইম কোর্স (Part-time Course) করারও সুযোগ রয়েছে শিক্ষার্থীদের কাছে। পার্ট টাইম কোর্সটি (Part-time Course) ছয়টি সেমিস্টারে (Semester) বিভক্ত এবং মোট তিন বছরের জন্য। দুই বছর এবং তিন বছরের কোর্সটি বিভিন্ন বিভাগে বিভক্ত। প্রতিটি ভাগে আবেদনের জন্য যোগ্যতা ভিন্ন।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে (Official Notification) গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
iii) আবেদনপত্র পূরণ করার জন্য নিজের বৈধ ফোন নম্বর ও ই-মেল সহ (Verified Phone Number and E-mail) সমস্ত জরুরি তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শুরুর তারিখ:
৬ই এপ্রিল, ২০২৩ সাল।
আবেদনের শেষ তারিখ:
৪ঠা মে, ২০২৩ সাল।
ক্লাস শুরু কবে থেকে?
এই বছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাস থেকে শুরু হতে পারে M. tech এর ক্লাস। বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) দেখুন।
Important Links:
Official Website: Click Here
-Written by Riya Ghosh