এবার থেকে দশম শ্রেণী থেকেই শুরু হবে AI নিয়ে পড়াশোনা, জানুন বিস্তারিত।
AI এমন একটা বিষয় যা নিয়ে রীতিমত শোরগোল পুরো পৃথিবীতে। এবার AI নিয়ে পড়াশোনা করার সুযোগ দেওয়া হবে মাধ্যমিকের অর্থাৎ দশম শ্রেণী থেকেই। যেসব ছাত্রছাত্রীর এই বিষয়ে কৌতূহল আছে তারা খুব সহজেই এবার নিজের স্কুলচত্বরের মধ্যেই শুরু করতে পারে AI অর্থাৎ Artificial Intelligence অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়ার সুযোগ। দশম শ্রেণীতেই এই বিষয়ে প্রাথমিক ধারণা জন্মালে ভবিষ্যতে অর্থাৎ পড়াশোনার পরবর্তী ধাপে অনেকটা সুবিধা হবে পড়ুয়াদের।
পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ AI নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিতে চাইছে যাতে ভবিষ্যত প্রজন্মের জন্য অনেক সুযোগ আসে। কারণ বর্তমানে AI নিয়ে যত চর্চা চলছে, তাতে এই প্রযুক্তির সাথে পরিচিত নাহলে আগামী দিনে বহু সমস্যার সম্মুখীন হতে হবে। AI এর রমরমার এই সময়ে তাই এক ধাপ এগিয়ে রাখতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ।
সূত্র অনুযায়ী জানা গেছে যে, পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্য (Chiranjib Bhattacharya) বলেছেন যে পড়ুয়ারা যাঁরা উচ্চমাধ্যমিক স্তরে Modern Computer Application, Computer Science, Artificial Intelligence, Applied Artificial Intelligence, Data Science, Cyber Security নিয়ে পড়াশোনা করতে চান তাঁরা অবশ্যই বাড়তি সুবিধার জন্য মাধ্যমিক স্তরে কোর্সটি করে রাখতে পারেন।
গত পয়লা এপ্রিল থেকেই এই বিষয়ে কোর্স চালু করা হয়েছে। স্বাভাবিক ভাবেই পর্ষদের এই সিদ্ধান্তে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, সকলেই। কেনো না, সময়ের তালে তাল রেখে এই সুযোগ পরবর্তীকালে পড়ুয়াদের লাভ করতে পারে। পর্ষদের এই সিদ্ধান্তে খুশি শিক্ষকদের একাংশ। নতুন কিছু শেখার তাগিদ তাদের মধ্যেও দেখা দিয়েছে।
তবে হ্যাঁ, এই কোর্সটি অবশ্যই বাধ্যতামূলক নয়। অর্থাৎ ছাত্রছাত্রীরা চাইলে না ভর্তি হতেও পারেন। কোনো স্কুলে পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে তাঁরা পড়ুয়াদের স্টাডি মেটেরিয়ালও (Study Material) দিয়ে দিতে পারেন। সেই মেটিরিয়াল যাবে পর্ষদ থেকেই।
-Written by Riya Ghosh