FTII-তে Group-B ও Group-C পদে চাকরির সুযোগ, নূন্যতম মাধ্যমিক পাশে আবেদন করুন।
FTII অর্থাৎ Film and Television Institite of India তে গ্ৰুপ-বি এবং গ্ৰুপ সি- এর একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক (Indian Citizenship) তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার অধিবাসী হলেই আবেদন করা যাবে এই চাকরির জন্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতাসহ সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনটিতে। ভালোভাবে পড়ুন।
Employment No:
01/2023
পদের নাম:
Technician
শূন্যপদের সংখ্যা:
৫টি(UR-02, SC-02, ST-01)
শিক্ষাগত যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্যের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ii) Electrician Trade এ ITI এর সার্টিফিকেট থাকতে হবে।
মাসিক বেতন:
কেন্দ্রীয় সরকারের PML-2 অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম:
Multi Tasking Staff
শূন্যপদের সংখ্যা:
১৫টি। (UR-09, OBC- 05, EWS- 01)
শিক্ষাগত যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকলে প্রার্থী চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
মাসিক বেতন:
কেন্দ্রীয় সরকারের PML-1 অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা পর্যন্ত।
বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম:
Stenographer
শূন্যপদের সংখ্যা:
৩টি। (UR- 01, EWS- 02)
শিক্ষাগত যোগ্যতা:
i) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকলে প্রার্থী চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
মাসিক বেতন:
কেন্দ্রীয় সরকারের PML-4 অনুযায়ী ২৪০০/- টাকা পে গ্রেড অনুযায়ী ২৫,৫০০/- টাকা অবধি।
বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৭ বছর হতে হবে।
এগুলি ছাড়াও অন্যান্য অনেক পদের জন্য শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সবমিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৮৩টি।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে।
ii) প্রার্থীকে সবার প্রথমে সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট(Official Website) https://ftiireqruitment.in এ গিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
iii) প্রার্থীর একটি বৈধ ইমেল (Verified E-mail) এবং বৈধ ফোন নম্বর (Verified Phone Number) থাকতে হবে। এই ইমেলের মাধ্যমে পরবর্তী সমস্ত তথ্য দেওয়া হবে।
আবেদন ফি:
মহিলা এবং তফসিলি জাতিভুক্ত প্রার্থী ব্যতীত সকল প্রার্থীর আবেদন ফি ১০০০/- টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:
২৯শে মে, ২০২৩ সাল।
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh