Graduation Degree: “স্নাতক ডিগ্রির কোর্স এখনই চার বছরের নয়”-জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সম্প্রতি জাতীয় শিক্ষার রীতি অনুযায়ী স্নাতক ডিগ্রির কোর্স চার বছরের পাঠক্রমে করার কথা উঠেছে। অর্থাৎ এবার থেকে স্নাতক ডিগ্রি (Graduation Degree) পেতে আর তিন বছর নয় বরং চার বছরের পাঠক্রমে যুক্ত হবেন শিক্ষার্থীরা। তবে রাজ্যে এই নিয়ম কবে থেকে অনুসরণ করা হবে তা নিয়ে মতামত প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) । কী বললেন তিনি? আসুন জানা যাক।
আগামী শিক্ষাবর্ষ থেকে চার বছরের এই স্নাতক কোর্সের(Graduation Course) পাঠক্রম শুরু করা হবে কিনা সেই বিষয়ে আলোচনা সভা করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সাথে এবং সেখানে তিনি বলেন,” এই নিয়ে কোনো কথা বলবো না। চার বছরের স্নাতক কোর্স নিয়ে কমিটি গঠন করবো উপাচার্যদের (Vice Chancellor) সাথে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির (University) ক্ষেত্রে কীভাবে কার্যকর হবে এই নিয়ম, সেই বিষয়ে মতামত দেবেন উপাচার্য।” এরপরই এই বিষয়ে কথা বলবেন তিনি।
আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে (University) এই নতুন নিয়মটি চালু করার কথা বলা হয়েছে। এই বিষয়ে চিঠিও প্রেরিত হয়েছিল। তবে এদিন শিক্ষামন্ত্রী বলেন যে, চার বছরের কোর্সটি চালু করতে দরকার প্রচুর অর্থ ও যথোপযুক্ত পরিকাঠামোর। যা এত কম সময়ের মধ্যে সম্ভব না। সুতরাং আপাতত এইসব বিষয়ে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত তারপর নেওয়া হবে রাজ্যের তরফে।
-Written by Riya Ghosh