খবর

Pan-Aadhaar Link: সময়সীমা বাড়ল প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার, জানুন বিস্তারিত।

এতদিন পর্যন্ত সবাই জেনে গেছেন যে, প্যান এবং আধার কার্ড লিঙ্ক (Pan and Aadhaar Card Link) করার সময়সীমা ছিল ৩১ শে মার্চ ২০২৩ সাল। তবে আয়কর দপ্তরে (Income Tax Office) বিভাগ থেকে এই সময়সীমা বাড়ানো হলো। সেই সম্পর্কেই আজ প্রতিবেদনটিতে (Article) আলোচনা করতে চলেছি বিস্তারে। শেষ অবধি পড়ুন।

সম্প্রতি অর্থমন্ত্রকের দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি (Official Notification) প্রকাশ করা হয় যাতে স্পষ্ট লেখা আছে যে প্যান এবং আধার কার্ড এর লিঙ্ক (Pan and Aadhaar Card Link) করানোর সময়সীমা ৩০ শে জুন ২০২৩ সাল, অবধি বাড়ানো হয়েছে অর্থাৎ পয়লা জুলাই থেকে সমস্ত লিঙ্ক না থাকা প্যান এবং আধার কার্ড যেগুলি আছে তার মধ্যে প্যান কার্ড গুলি নিষ্ক্রিয় (Expired) হয়ে যাবে। এছাড়াও সেই প্যান কার্ড আর ফেরত পাওয়া যাবে না এবং সুদ বা অন্যান্য বিষয়ক গুলিতে অর্থ প্রদত্ত হবে না। আইন অনুযায়ী, TDS এবং TCS উচ্চ হারে কাটা হবে।

এর আগে প্যান এবং আধার কার্ড লিঙ্ক (Pan and Aadhaar Card Link) করার সময়সীমা ছিল ৩১ শে মার্চ ২০২৩ এবং সেই সম্পর্কে আয় করার দপ্তর (Income Tax Office) থেকে একটি টুইট (Tweet) করা হয়েছিল যাতে লেখা ছিল,”আইটি আইন, ১৯৬১ অনুযায়ী, সমস্ত প্যান কার্ড ধারকদের জন্য তাদের প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক। তাই আজই PAN-Aadhaar লিঙ্ক করুন!”

প্রসঙ্গত উল্লেখ্য, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সস (Central Board of Directors Tax’s)-এর চেয়ারপার্সন নীতিন গুপ্তা (Nitin Gupta) সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এখনো পর্যন্ত মোট ৬১ কোটি নাগরিকের মধ্যে শুধুমাত্র ৪৮ কোটি নাগরিকই যাঁদের প্যান কার্ড আছে তাঁরা প্যান এবং আধার কার্ড লিঙ্ক করিয়েছেন বাকিরা এখনো পর্যন্ত করাননি! সুতরাং বর্ধিত সময়সীমার(Extended Time Period) মধ্যে যদি তাঁরা তাঁদের প্যান এবং আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তা আর কোনভাবেই ফেরত পাওয়া যাবে না।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker