SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে ক্লাস অনুযায়ী কত টাকা পাবেন জানেন তা জেনে নিন।
অনেক মেধাবী কিন্তু গরীব ছাত্রছাত্রীরা অর্থের অভাবে শিক্ষা অর্জন করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় তাই বিশেষত তাদের জন্যই এই বিশেষ স্কলারশিপ SVMCM Scholarship বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ(Swami Vivekananda Scholarship)। রাজ্য সরকারের শুরু করা বেশ কিছু প্রকল্পের মধ্যে এটি একটি যা গরীব বাড়ির ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ দেয়।
তবে এই স্কলারশিপটিরও (Scholarship) ভাগ আছে অর্থাৎ ক্লাস অনুযায়ী টাকার অঙ্কও ভিন্ন হয় এই স্কলারশিপের। আজ সেই প্রসঙ্গেই আলোচনা করতে চলেছি আমরা। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি এই স্কলারশিপের আরো একটি পরিচয় আছে। সেটি হলো বিকাশ ভবন স্কলারশিপ(Vikash Bhabana Scholarship)। আসুন সবিস্তারে আলোচনা করা যাক।
প্রথমেই জেনে নেওয়া প্রয়োজন যে কতদিন অবধি এবং কারা এই স্কলারশিপের জন্য আবেদন করার যোগ্য।
- ১) যেকোনো পড়ুয়া মাধ্যমিক পাস থেকে শুরু করে রিসার্চ লেবেল (Madhyamik Passed to Research Level) পর্যন্ত শিক্ষা অর্জন করতে চান তাঁরা সকলেই আবেদন করতে পারবেন।
- ২) আবেদনকারীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরে ৬০ শতাংশ বা তারও বেশি নম্বর নম্বর থাকতে হবে।
- ৩) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ৪) আবেদনকারির পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকার নিচে হতে হবে নচেৎ আবেদন করা যাবেনা।
এই স্কলারশিপের (Scholarship) টাকা কোন ক্লাসে কত পরিমাণে দেওয়া হবে?
এই স্কলারশিপের (SVMCM Scholarship) অধীনে প্রতি পড়ুয়া যাঁরা একাদশ শ্রেণি থেকে গবেষণা স্তর পর্যন্ত কোর্স করতে চান তাদের শিক্ষার পরিমাণ অনুযায়ী বছরে সর্বনিম্ন ১২ হাজার টাকা থেকে ৯৬ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে। এবার কোন ক্লাসে কত টাকা দেওয়া হবে বিস্তারিত জেনে নেওয়া যাক:
- ১) যাঁরা উচ্চ মাধ্যমিক স্তরে (Higher Secondary Level) পড়াশুনার জন্য আবেদন করবেন তাঁদের ক্ষেত্রে প্রতিমাসে হাজার টাকা অর্থাৎ বছরে এককালীন ১২ হাজার টাকা দেওয়া হয়।
- ২) শিক্ষার্থী স্নাতক স্তরের ক্ষেত্রে প্রতিমাসে ১ হাজার থেকে ৫ হাজার টাকা অর্থাৎ বছরে কমপক্ষে ১২ হাজার টাকা পাবেন।
- ৩) স্নাতকোত্তর স্তরে ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য মাসিক ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।
- ৪) পলিটেকনিক (Polytechnic) নিয়ে পড়াশোনা করলে প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে এই স্কলারশিপে।
মনে রাখবেন অবশ্যই যে, যেসব শিক্ষার্থী ইতিমধ্যেই সরকারী বা বেসরকারী কোনো স্কলারশিপ পাচ্ছেন তাঁরা কিন্তু আবেদন করতে পারবেন না কোনোমতেই।
আবেদন প্রক্রিয়া:
- i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)। অফলাইনে (Offline) কোনোমতেই আবেদন করা যাবে না।
- ii) আবেদন করার জন্য প্রথমে আবেদনকারীকে https://svmcm.wbhed.gov.in/ – এই ওয়েবসাইটে যেতে হবে।
- iii) ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন (Registration) করতে হবে।
- iv) রেজিস্ট্রেশন করার পরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- v) আবেদনপত্রটি পূরণ করে বৈধ ই মেইল এবং বৈধ ফোন নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
খুব তাড়াতাড়ি এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) চোখ রাখুন নিয়মিত।
Important Links
Official Website: Click Here
-Written by Riya Ghosh