Home
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব? How to Check Madhyamik Result?
মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট অনেকগুলি আছে যেগুলির সাহায্যে সহজেই রেজাল্ট দেখা সম্ভব। নীচে আমরা বেশ কয়েকটি ওয়েবসাইট/পোর্টালের লিঙ্ক দিলাম যেগুলির সাহায্যে আপনারা সহজেই রেজাল্ট দেখতে পারবেন। নীচের সাইটগুলির উপর ক্লিক করেও সেইসব সাইটে প্রবেশ করতে পাড়বেন। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব? চলুন জানা যাক। (How to Check Madhyamik Result?)
Check Your Result: Direct Link
- www.wbbse.wb.gov.in
- www.schools9.com
- http://wbresults.nic.in
- www.jagranjosh.com
- www.exametc.com
- www.vidyavision.com
- http://abpananda.abplive.in
- www.news18bangla.com
- Bangla.hindustantimes.com
- www.anandabazar.com
- www.indiaresults.com
- www.fastresult.in
- www.results.shiksha
অনলাইন ওয়েবসাইট/পোর্টালের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতিঃ
- প্রথমে পর্ষদের অফিশিয়াল রেজাল্ট দেখার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।(Website: wbresults.nic.in )
- এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন “Latest Announcement” লেখা একটি অংশ। যেখানে “Madhyamik Pariksha (SE) Results- Year 2023” লেখা আরও একটি অংশ আছে সেই লেখার উপর ক্লিক করুন।
- এরপরে আরও একটি নতুন পেজ খুলে যাবে সেই পেজে “জন্মতারিখ” এবং “রেজিস্ট্রেশন নং” লিখতে হবে।
- এরপর “DOB” এবং “Registration Number” ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে ভুল না হয়।
- এরপরে ‘Submit’ বাটনে ক্লিক করলেই মাধ্যমিক 2023 রেজাল্ট দেখা যাবে।