বিভিন্ন বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু যাদবপুরের CSIR-IICB তে, জানুন বিস্তারিত।
ভারত সরকারের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ(Council Of Scientific And Industrial Research) (CSIR)-এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান হলো যাদবপুরের Indian Institute of Chemical Biology (IICB)।
কেন্দ্রের স্কিল ইন্ডিয়া মিশন এর আওতায় এই প্রতিষ্ঠানে বেশ কয়েকটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(Skill Development Courses) চালু করা হচ্ছে। IICB এর অফিসিয়াল ওয়েবসাইটে সেই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুরু হয়ে গিয়েছে কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া।
যাদবপুরের Courses in CSIR-IICB 2023 সম্পর্কে বিভিন্ন বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হলো।
কি কি শেখানো হবে?
কেমিক্যাল এবং বায়োলজি সাইন্স এ স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের চাকরির জন্য বিভিন্ন প্রকৌশল এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে শেখানো হবে।
কোন কোন বিষয়ে ট্রেনিং কোর্স করানো হবে?
Microbiology And Pathologic Techniques For Biomedical Applications, Bio Informatics, High-end Equipments For Clinical Applications Flow Cytometry, Real Time RTPCR ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে এখানে কোর্স করানো হবে।
কিভাবে ক্লাস করানো হবে?
বিভিন্ন বিষয়ে প্রাকটিক্যাল এবং থিওরি ভিত্তিক ক্লাস করানো হবে। বিশেষজ্ঞ শিক্ষকরা প্রশিক্ষণ দেবেন শিক্ষার্থীদের।
কারা আবেদন করতে পারবেন?
সাইন্স, ফার্মেসি এবং টেকনোলজি নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর বা পাঠরতরা উক্ত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর জন্য আবেদন করতে পারবেন।
কোর্সের মেয়াদ:
RTPCR: এই কোর্সের মেয়াদ এক সপ্তাহ।
অন্যান্য কোর্স গুলির মেয়াদ দুই সপ্তাহ।
ক্লাস শুরু:
31/07/2023
কোর্স ফি:
৫০০০-৬০০০ টাকা।
আবেদন শেষ:
14/07/2023
আবেদন পদ্ধতি:
প্রতিষ্ঠান ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।