চাকরির-খবর
কলকাতায় মিনিস্ট্রি অফ টেক্সটাইলে কর্মখালি। মাসিক বেতন ৬০ হাজার টাকা! জানুন বিস্তারিত।
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। Ministry of Textiles এ কর্মখালি অর্থাৎ চাকরির সুযোগ। এই চাকরিতে থাকছে মোটা অঙ্কের মাইনের সুযোগও। আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিশদে জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। (Ministry of Textiles Recruitment)
Table of Contents
নিয়োগকারী সংস্থা:
Ministry of Textiles
পদের নাম:
পাট দপ্তরের Consultant পদের জন্য কর্মী।
বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
মাসিক ৬০ হাজার টাকা থেকে শুরু করে বেতন দেওয়া হবে। পরে বেতনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
শিক্ষাগত যোগ্যতা:
- i) আবেদনকারীকে উচ্চশিক্ষিত (Highly Educated) হতে হবে।
- ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
- ii) সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে (Notification) দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Download and Print Out) বের করে নিতে হবে প্রথমে।
- iii) এবার আবেদনপত্রে প্রার্থীর নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি (Candidate’s Name, Candidate’s Father’s Name, Date of Birth, Age, Address, Education Certificate, Verified Phone Number and Email Id) দিয়ে পূরণ করতে হবে।
- iv) আবেদনপত্রটি পূরণ করা হলে যাবতীয় তথ্যের সঙ্গে সেটি যুক্ত করে একটি মুখবন্ধ খামে (Sealed Envelope) ভরে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ২৪শে জুন, ২০২৩ সাল।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Secretary, National Jute Board
3A & 3B, Park Plaza
71, Park Street
Kolkata -700016
আরো বিস্তারিত জানতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
Important Link
Official Website: Click Here
-Written by Riya Ghosh