খবর

Cyclone Mocha: জারি হলো সতর্কতা! ঘূর্ণিঝড় ‘মোচা’ নিয়ে কতটা বিপদে বঙ্গবাসী? কি বলছে হাওয়ায় অফিস?

আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে মে মাসের মাঝামাঝি উপকূলে হানা দেবে ঘূর্ণিঝড় মোচা(Cyclone Mocha)। বর্তমানে সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গাতে ঘূর্ণিঝড় মোচা নিয়ে চর্চা চলছে। ভারতের আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোচা নিয়ে সতর্কতা জারি হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গত শনিবার থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার কারণে তৎসংলগ্ন এলাকার পরিস্থিতি অশান্ত হয়ে পড়া শুরু হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, রবিবার থেকে যেকোনো রকম ছোট নৌকা, ট্রলার, জাহাজ ইত্যাদি নিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকাগুলিতে যাতে কেউ না যান। পাশাপাশি মৎস্যজীবীদের উদ্দেশ্যও সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকাগুলিতে হওয়ার বেগ বাড়তে থাকবে।

রবিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশের অঞ্চল গুলিতে প্রতি ঘন্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বর্তমানে যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছে, তা আন্দামান সাগরে রয়েছে। আগামী সোমবার এই ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপে রূপান্তরিত হবে এবং মঙ্গলবার আরো শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর নিম্নচাপটি আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

এখনো পর্যন্ত ভারতের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সঠিকভাবে কোন তথ্য দেওয়া হয়নি যে ঘূর্ণিঝড় মোচা কোন উপকূলে আঘাত করবে। তবে Windy -র আবহাওয়া মডেল যা তথ্য দিচ্ছে তাতে করে পশ্চিমবঙ্গের মানুষের ভয় পাওয়ার অতটা বেশি কারণ নেই। Windy -র আবহাওয়া মডেল জানাচ্ছে যে ঘূর্ণিঝড়টি মায়ানমারের উপকূলে গিয়ে আছড়ে পড়বে। তবে তার আভাস আসতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে।

ঘূর্ণিঝড় মোচা নিয়ে সতর্ক রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মহল। ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য রাজ্যের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে সব দিক থেকে। লালবাজার থেকে ইতিমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker