চাকরির-খবর

NLC India Limited Recruitment: কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ২২ হাজার

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তর এর পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতি মাসে মোটা অংকের টাকা বেতন দেওয়া হবে। (NLC India Limited Recruitment)

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম-

  • Industrial Trainee [Specialized Mining Equipment]
  • Industrial Trainee [Mines & Mine Support Services]

মোট শূন্যপদ-

  • Industrial Trainee [Specialized Mining Equipment] :মোট ২৩৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  • Industrial Trainee [Mines & Mine Support Services]: মোট ২৬২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

  • Industrial Trainee [Specialized Mining Equipment]:প্রতিমাসে বেতন দেওয়া হবে ২২০০০ টাকা।
  • Industrial Trainee [Mines & Mine Support Services]:প্রতিমাসে বেতন দেওয়া হবে ১৮০০০ টাকা

আবেদন শেষ-

০৮/০৭/২০২৩

বয়সসীমা-

সর্বোচ্চ ৩৭ বছর বয়সের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি নীতি মেনে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবশ্যিক যোগ্যতা-

Industrial Trainee [Specialized Mining Equipment]: এই পদে আবেদনের জন্য ভারতের যেকোনো UGC/AICTE/State Board of Technical Education স্বীকৃত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে 3 years Diploma in Engineering কোর্স সম্পূর্ণ করতে হবে।

Industrial Trainee [Mines & Mine Support Services]:
মাধ্যমিক পাশ সহ ভারতের যেকোনো স্বীকৃত ITI প্রতিষ্ঠান থেকে Fitter/ Electrician/ Turner/ Welding/ MMV/ Diesel Mechanic/ Civil/Tractor Mechanic/Foundry অথবা Cable Jointing ট্রেডে ডিগ্রীপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের NAC সার্টিফিকেট থাকতে হবে।।

নিয়োগ পদ্ধতি-

লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি-

যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক , তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।www.nlcindia.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেইল আইডি থাকা আবশ্যক।

Important Links

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker