বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ ওড়িশার কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, কোর্স শেষে চাকরি পাক্কা!
বর্তমানে এগ্রিকালচার (Agriculture) বা কৃষিবিজ্ঞান বিজ্ঞান শাখার একটি উদীয়মান বিষয়। অনেক ছেলেমেয়েরা বর্তমানে এই শাখা নিয়ে পড়াশোনা করছেন। এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করলে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেক্টরে চাকরি পাওয়ার বড় সুযোগ থাকে। বর্তমানে বিজ্ঞান শাখার বহু ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবার পর এগ্রিকালচারের বিভিন্ন বিষয়গুলি নিয়ে স্নাতক কোর্সে ভর্তি হন। তাছাড়া এনিমেল সাইন্স, ফিশারি সাইন্স ইত্যাদি বিষয়গুলি নিয়েও এখন অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করছেন
তবে অনেক ছেলেমেয়েরা আছে যারা কোন ডিগ্রী কোর্সে না পড়ে সেই বিষয়গুলি নিয়ে সরাসরি ডিপ্লোমা(Diploma Course) করতে চান। তাদেরকে সুযোগ করে দিচ্ছে উড়িষ্যার কৃষি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই কোর্সগুলি পেশাদারী কোর্স হিসেবে সর্বশ্রেষ্ঠ। তাছাড়া এই কোর্সগুলি করার পর খুব তাড়াতাড়ি চাকরির সুযোগ রয়েছে।
ওড়িশার কৃষি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে এই বিষয়গুলি নিয়ে ভর্তি হওয়ার যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
কোথায় ভর্তি হতে হবে?
ওড়িশার ভুবনেশ্বরের ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার এন্ড টেকনোলজির(Odisha University Of Agriculture and Technology) তরফ-এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই ভর্তি হতে হবে শিক্ষার্থীদের।
কোন কোন বিষয়ে ডিপ্লোমা কোর্স করানো হবে?
এখানে এগ্রিকালচার, এনিমেল সায়েন্স(Animal Science), ফিসারি সাইন্স এবং হর্টিকালচার বিষয়ে ডিপ্লোমা কোর্স করানো হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিকে(High Secondary Exam) বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং উচ্চ মাধ্যমিক বা কোন সমতুল্য পরীক্ষায় অন্তত ৪৫% নম্বর পেয়েছেন, তারা এই সকল কোর্সে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন জানাতে পারবেন।
কবে থেকে আবেদন শুরু হবে?
গত ১২ জুন, ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত।
আবেদন মূল্য কত? কবে জমা দিতে হবে?
সংশ্লিষ্ট বিষয়গুলিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফি ৭৫০ টাকা। আবেদন মূল্য জমা করা যাবে ১৯ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
কিভাবে আবেদন জানাতে হবে?
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনারা অনলাইনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।