Homeব্যবসা-বাণিজ্য

সামান্য বিনিয়োগে শুরু করুন পোষ্যের খাবারের ব্যবসা, মাস গেলে দেদার লাভ।

আপনার বাড়িতে কি পোষ্য আছে? তাহলে আপনার নিশ্চয়ই জানা আছে যে পোষ্যরা কেমন ধরনের খাবার(Pet Food Business) খেতে ভালোবাসে। বাড়ির খাবারের পাশাপাশি আলাদা করে যে সমস্ত পোষ্যের খাবার পাওয়া যায়, সেগুলি বাড়িতে থাকা পোষ্যরা খুবই পছন্দ করে। এই খাবারকে কাজে লাগিয়েই শুরু করতে পারেন ব্যবসা(Pet Food Business Idea)। বাড়িতে বেকার বসে না থেকে সামান্য বিনিয়োগে শুরু করুন পোষ্যের খাবারের ব্যবসা, মাস গেলে দেদার লাভ। বর্তমানে পোষ্যদের খাদ্যের বাজার খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রিমিয়াম পণ্যের চাহিদা অত্যন্ত বেশি। তাই লাভের অংকটাও অনেকটাই বেশি এই ব্যবসায়।

বাড়িতে পোষা প্রাণীদের প্রতি বাড়ির সদস্যদের গভীর স্নেহ থাকে। এ কারণে তারা পোষা প্রাণীদের ভাল রাখতে প্রিমিয়াম খাবারের (Premium Pet Food Business) দিকে আগ্রহী হন, তার সাথে পুষ্টিকর খাদ্যও দরকার। পোষা প্রাণীদের মধ্যে কুকুর এবং বিড়ালের জন্য পুষ্টিকর খাবার এবং ভালো স্বাস্থ্যের জন্য মালিকরা সর্বদাই সতর্ক থাকেন।

এই কারণে পোষা প্রাণীদের খাবারের ব্যবসা শুরু করার আগে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।

১. পোষ্যের খাবারের ব্যবসা করার আগে অবশ্যই পুষ্টি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। পোষ্যদের কেমন ধরনের খাবার দরকার, তাতে কি ধরনের পুষ্টি প্রয়োজন ইত্যাদি সম্পর্কে আপনারা বিশেষজ্ঞদের কাছে পরামর্শ নিতে পারেন। তাছাড়া খাবারের ব্যবসায় যে সমস্ত ব্যক্তিরা বর্তমানে যুক্ত রয়েছেন, তাদের সাথে সরাসরি কথা বলে আপনারা এই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।

২. যেকোনো ব্যবসা শুরু করার আগে প্রয়োজন মূলধন। এই ধরনের ব্যবসা শুরু করতে গেলে খুব বেশি পরিমাণ টাকা বিনিয়োগ করার প্রয়োজন হয় না। আপনাদের ন্যূনতম ২০০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হতে পারে। পরবর্তীকালে আপনার ব্যবসা বাড়লে আরো বেশি টাকাও বিনিয়োগ করতে পারবেন।

৩. খাবারের ব্যবসা শুরু করার আগে আইএসও সার্টিফিকেট(ISO Certification) প্রয়োজন। তাই এই ধরনের ব্যবসা শুরু করার আগে আপনাকে রেজিস্টার করতে হবে আপনার ব্যবসার। তাছাড়া জিএসটি নম্বর এবং প্রয়োজনীয় অনুমতিও প্রয়োজন।

৪. ব্যবসা শুরু করার পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রচার। অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমেই আপনারা বিক্রি করতে পারবেন পোষ্যদের খাবার। অনলাইনে বিপুল সংখ্যক গ্রাহক তৈরি করে ফেলতে পারবেন। পাশাপাশি অফলাইনেও আপনার দোকানের বা কোম্পানির পণ্য এর প্রচার চালাতে পারেন।

৫. বিশেষজ্ঞদের মতে এই ব্যবসা থেকে আপনারা প্রত্যেক মাসে ৪০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। লাভের পরিমাণ দ্বিগুণ বা তারও বেশি হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker