টাকা-পয়সা

বৈধ টাকা, কিন্তু নেই RBI-এর গভর্নরের স্বাক্ষর। চোখে পড়েছে কোনোদিন?

ভারতের প্রত্যেক নোটেই রয়েছে রিজার্ভ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর। এমনকি প্রতিটি কয়েনেও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া(RBI) কথাটি লেখা থাকে। তবে এমন একটি টাকার নোট রয়েছে, যেখানে রিজার্ভ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর নেই এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামও উল্লেখ করা নেই। তবে টাকাটি সম্পূর্ন বৈধ। এমনটা আগে চোখে পড়েছে কখনো?

ভারতের টাকার ব্যবহারের ইতিহাস বেশ প্রাচীন। দুই হাজার বছরের আরো বেশি সময় ধরে ভারতের টাকার ব্যবহার করা হয়। বর্তমানে ভারতের ধাতব কয়েন এবং কাগজের নোট উভয়ই পরিচালনা করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এজন্য সব কয়েন এবং টাকাতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কথাটি উল্লেখ করা থাকে।

ভারতীয় মুদ্রায় বর্তমানে নোট আছে ২০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫, ২, ১ টাকার। তবে ২০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫, ২ টাকার প্রতিটি নোটেই রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের স্বাক্ষর এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা। কিন্তু কখনো এক টাকার নোটটি মন দিয়ে দেখেছেন?

ভারতে ব্যবহৃত নোটগুলির মধ্যে এক টাকার নোটই হলো একমাত্র নোট, যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন নাম উল্লেখ করা নেই, এমনকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরেরও কোন স্বাক্ষর নেই। বেশিরভাগ ভারতীয়দের কাছে এই ইতিহাস রয়েছে অজানা।

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় ১৯৩৫ সালে। কিন্তু প্রথম এক টাকার নোট ছাপা হয় ব্রিটিশ আমলে। তখন সময়টা ছিল ১৯১৭ সাল। ১৯২৬ সালে এক টাকার নোট ছাপানো বন্ধ হয়ে যায়। পুনরায় এক টাকার নোট ছাপানো শুরু হয় ১৯৪০ সালে।

এইজন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হবার আগের এক টাকার নোটগুলিতে উল্লেখ নেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম, এবং রিজার্ভ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর। ১৯৯৪ এবং ২০১৫ সালে কিছু পরিবর্তন ঘটিয়ে এক টাকা ছাপা হয়, তবে সেখানেও সেই পুরনো নিয়মই মানা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker