হাইকোর্টের নির্দেশে বকেয়া HRA পাবেন স্কুল শিক্ষকরা, জানুন বিস্তারিত।
রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে একটি ভালো খবর। শিক্ষক-শিক্ষিকারা পেতে চলেছেন হাউস রেন্টাল অ্যালাউন্স।
২০১৯ সালের রোপা(ROPA 2019) অনুযায়ী সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাউস রেন্টাল(House Rental) বাবদ তাদের প্রাপ্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তবে তিন বছর পার হয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার। এবার আদালার অবমাননার মামলায় অর্থ সচিব ও শিক্ষা সচিবসহ একগুচ্ছ অধিকারীককে তলব করে আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া হাউস রেন্টাল অ্যালায়েন্স(House Rental Allowance) মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হল পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের(School Education Department) পক্ষ থেকে।
২০১৯ সালের রেপো বেরোনোর আগে একটি বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছিল যে সংশ্লিষ্ট স্কুলে কর্মরত শিক্ষক বা শিক্ষিকাদের স্বামী বা স্ত্রীর একজন বেসরকারি ক্ষেত্রে হাউজ রেন্টাল অ্যালোয়েন্স(HRA) হিসেবে সর্বোচ্চ ১২০০০ টাকা পেলেই সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা ওই বাবদ আর কোন টাকা পাবেন না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে।
তবে ২০২১ সালে বিচারপতির শেখর ববি সরাফ নির্দেশ দিয়েছিলেন যে সংশ্লিষ্ট স্কুলে কর্মরত শিক্ষক বা শিক্ষিকাদের স্বামী বা স্ত্রীর একজন বেসরকারি ক্ষেত্রে হাউজ রেন্টাল অ্যালোয়েন্স হিসেবে সর্বোচ্চ ১২০০০ টাকা পেলেই সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তাদের প্রাপ্য হাউস রেন্টাল অ্যালাউন্স দিতেই হবে। দুই একটি জেলা বাদে তখন বেশিরভাগ জেলাতেই পুরনো হারে বাড়ি ভাড়া পাচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা।
তবে এই নির্দেশ কার্যকর না হওয়ায় হাওড়ার একজন স্কুল শিক্ষিকা পৌলমি বসু আদালত অবমাননার মামলা দায়ের করেন। বিচারপতি কয়েকজন আধিকারিক এবং হাওড়ার ডিআইয়ের বিরুদ্ধে রুল ইস্যু করেন।
গত বৃহস্পতিবার শিক্ষা সচিব আদালতে হাজির হয়ে একটি হলফনামা দিয়ে জানান যে, মামলাকারিকে তার বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য মামলাকারীদের শিক্ষা দপ্তর আশ্বস্ত করে যে, আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা ২০২১ সালের ১৬ মার্চের পর থেকে বাড়ি ভাড়া বাবদ যাবতীয় বকেয়া পাবেন বলেই আশা আইনজীবীদের।